हिंदी में पढ़ें
This Article is From Feb 12, 2019

টেডি বিয়ারের দিনে (Teddy Day) শায়রিতে ব্যক্ত করুন মনের গোপন কথা....

Advertisement
নিউ দিল্লি :

ভ্যালেন্টাইন্স সপ্তাহ চলছে... সঙ্গে সরস্বতী পুজোও আজ। বাঙালিদের নতুন করে প্রেমে পড়ার দিন। এই প্রেমের সপ্তাহে প্রত্যেকেই তাঁর সঙ্গীকে কিছু না কিছু উপহার দেয়। চকলেট ডে হোক অথবা টেডি ডে, এই বিশেষ দিনগুলিতে আপনার সঙ্গীকে বিশেষ অনুভব করাতেই হয়। কিন্তু যদি আপনি এই ভ্যালেন্টাইন সপ্তাহে আপনার মধ্যেকার লুকোনো কবি সত্ত্বাকে জাগান তাহলে কেমন হয়? এই বিশেষ দিনে আপনার সঙ্গীকে শায়েরির মাধ্যমে ভালবাসা প্রকাশ করুন! শায়েরি এমন এক মুহূর্ত তৈরি করবে যা আপনার বার্তা সরাসরি সঙ্গীর হৃদয় পর্যন্ত পৌঁছে দেবে। অতএব এই টেডি ডে'তেও বন্ধু বা বান্ধবীকে প্রেমের শায়েরি উপহার দিয়ে মন জিতে নিন।

Basant Panchami 2019: এই বিশেষ ম্যাসেজের দ্বারা Vasant Panchami -র অভিনন্দন জানান

 

Advertisement

হাজারের মধ্যে এক এবং সবচেয়ে বিশেষ তুমিই

ঈশ্বরের সুন্দরতম উপহার, আমার হৃদয়ের স্বপ্ন তুমি,

Advertisement

যতই খুশি দিতে পারি না কেন কমই তো হবে,

আমার প্রতি মুহূর্তের ছবি, আমার মনের ঠিকানা তো তুমিই!

Advertisement

 

 

Advertisement

এক নারীকে বিশ্বাস করে এই উপহার পেয়েছি

জানি না অন্য নারীদের কোনও অভিশাপ আছে কিনা আমার উপর

Advertisement

 

 

প্রেমের উপহার সবাই পায় না

এ এমন ফুল যা বাগিচাতেও মেলে না

এই ফুলকে কখনও ভাঙতে দিও না

কারণ ভাঙা ফুল, আবার ফুটে ওঠে না

 

প্রবাসে বীণার বশে! সরস্বতীর আরাধনায় এডিনবরার বাঙালিরা

 

কী কী উপহার তোমাকে দিতে বলো

আমি তো বাজার গড়ে দিতে পারি তোমার জন্য

 

 

তোমার সম্পর্ক আমার কাছে ঈশ্বরের উপহারের মতো

যা কখনো ভাঙবে না এমন বিশ্বাসের সম্পর্ক,

তোমাকে কখনোও ভুলব না এ এমন বিশ্বাস,

আমার বিশ্বাস আমাদের কাছে ঈশ্বরের উপহারের মতো

 

 

আমি ইচ্ছাদের ফুলের উপহার নিয়ে এসেছি

তোমাকে দেব বলে, জীবনের সেরা রঙ নিয়ে এসেছি

 

 

ও জিজ্ঞেস করল, কোন উপহারটি সবথেকে প্রিয়?

আমি বললাম, ওই যে সেই সন্ধ্যাটা যা এখনও পাওয়া বাকি আছে...

 

Advertisement