সোমবার নরওয়ের ট্রোনডেলগ শহরে সকাল ৮ টার দিকে ১৭ বছর বয়সী ওই চোর পুলিশকে ফোন করে
যে গাড়ি চুরি করতে গিয়েছিল চোর সেই গাড়িতেই আটকা পড়ে অগত্যা পুলিশের শরণাপন্ন হল স্বয়ং চোর বাবাজি। নরওয়ের এক কিশোর একটি গাড়ি চুরি করতে এসে সেই গাড়িতেই ভিতরে তালাবদ্ধ হয়ে পড়ে। শত চেষ্টাতেও বেরোতে না পেরে পুলিশকে সাহায্যের জন্য বাধ্য হয়েই ফোন করে সে। কপাল ভালো পুলিশ তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ঠিকই তারপর অবশ্য সরাসরি থানায় নিয়ে চলে যান পুলিশ কর্মীরা।
সোমবার নরওয়ের ট্রোনডেলগ শহরে মজার এই ঘটনাটি ঘটেছে। সোমবার সকাল ৮ টার দিকে ১৭ বছর বয়সী ওই চোর পুলিশকে ফোন করে, টুইট করে জানিয়েছে ট্রোনডেলগ পুলিশ। ফোন করে চোর জানান, ডিলারের কাছ থেকে যে গাড়ি চুরি করতে এসেছিলেন তিনি সেই গাড়ির মধ্যেই আটকা পড়েছেন তিনি।
মুক্তির আগেই বাল ‘ঠাকরে'র সংলাপ নিয়ে ভাইরাল মিম সোশ্যাল মিডিয়ায়
পুলিশ আরও টুইট (tweet) করে জানিয়েছে যে, “যে গাড়িটা চুরি করবে বলে চোর ভেতরে ঢুকেছিল সেই গাড়ির মধ্যে থেকেই সে আমাদের ফোন করে। চোর আমাদের আগে থেকেই জানতেন, তিনি ভেবেছিলেন সাহায্যের জন্য আমাদেরই ফোন করা ঠিক হবে।"
ট্রোনডেলগ পুলিশের নরওয়েজিয়ান রাষ্ট্র সম্প্রচারকারী ইবে কিমো বলেন “তিনি আমাদের বেশ ভালো করেই জানেন এবং বেগতিকে পড়ে মনে করেন যে সাহায্যের জন্য আমাদেরই তাহলে ফোন করা ঠিক হবে। যেমন বিপদে আমরা বন্ধুকে ফোন করে থাকি।”
ট্রাক উলটে পড়ার মুহূর্তেই ক্ষণিকের জন্য চাপা পড়া থেকে বাঁচলেন দুই ব্যক্তি
তিনি আরও বলেন, "আমরা যখন পৌঁছয়, তিনি হাঁফ ছেড়ে বাঁচেন। আমাদের ফোন করা দেখেই বুঝেছিলাম অসহায় বোধ করছেন তিনি।" ওই কিশোর জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
Click for more
trending news