This Article is From Sep 14, 2018

তাঁরা কৃষ্ণ- বলরাম, ভাই তেজস্বী সম্পর্কে মত তেজপ্রতাপের

বাবা জেলে।  তাঁর জায়গায় দলের মুখ হিসেবে উঠে আসছেন ছোট ভাই। আর তাই রাজনীতি থেকে সরে গিয়েছেন লালু প্রসাদ যাদবের  বড়  ছেলে তেজ প্রতাপ, এমন কথা শোনা যায় হামেশাই।

তাঁরা কৃষ্ণ- বলরাম, ভাই তেজস্বী সম্পর্কে মত তেজপ্রতাপের

দুই ভাইকে নিয়ে জেডিইউ থেকে শুরু করে বিজেপি নেরতার মন্তব্য করে থাকেন হামেশাই

পাটনা:

বাবা জেলে।  তাঁর জায়গায় দলের মুখ হিসেবে উঠে আসছেন ছোট ভাই। আর তাই রাজনীতি থেকে সরে গিয়েছেন লালু প্রসাদ যাদবের  বড়  ছেলে তেজ প্রতাপ। ভাই তেজস্বীর উঠে আসাটাই নাকি সমস্ত গোলমালের মূল কারণ। বিহারের রাজনীতি এ ধরনের কথা  শোনা যায় মাঝে মধ্যেই।

মাত্র কয়েকদিন আগে লালু পত্নী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবীর বাড়িতে বৈঠক বসেন  আরজেডির প্রায় সমস্ত শীর্ষ নেতা। সেখানেও গড়হাজির ছিলেন তেজপ্রতাপ। তারপর তাঁকে নিয়ে জল্পনা আরও বাড়ে। কিন্তু বৃহস্পতিবার স্থানীয় নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তেজপ্রতাপ বুঝিয়ে দেন তাঁর ভাই আর তিনি আসলে কৃষ্ণ এবং বলরাম।

তাই তাঁদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করে লাভ হবে না। তিনি বলেন, আমি তীর্থ করতে মধুরা গিয়েছিলাম। তাছাড়া শরীরও ভাল যাচ্ছিল না। আর তাই কিছুদিন বিশ্রাম নিয়েছিলাম। সেই কারণেই থাকা হয়নি ওই বৈঠকে। এর বাইরে সবাই জানে দলের সব কর্মসূচিতেই আমি হাজির থাকি।         

দুই ভাইকে নিয়ে জেডিইউ থেকে শুরু করে বিজেপি নেতার মন্তব্য করে থাকেন হামেশাই। তার মধ্যে বিজেপি আবার বলে হিন্দু রীতি ভেঙেছেন লালু প্রসাদ – বড় ভাইকে ব্রাত্য করে  ছোটভাইয়ের হাতেই ছেড়েছেন দলের ব্যাটন।

কিন্তু ওই সাক্ষাৎকারে তেজপ্রতাপ বলেন এভাবে কৃষ্ণ  এবং বলরামের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে। যারা এ সব করছে তাদের মনে রাখা উচিত কৃষ্ণের কাছে সুদর্শন চক্র আছে।  আর সেটাই তাদের অন্তিম পরিণতির কারণ হবে।  তিনি আরও বলেন, আমি বাবার দেখানো পথে চলি। কয়েক ধাপ এগিয়ে সমাজবাদী নেতা জয়প্রকাশ নারায়নের কথাও টেনে আনেন তেজ প্রতাপ। তিনি বলেন বিহার একটা সময় জেপি-র  আন্দোলন দেখেছিল এবার  দেখবে এলপির আন্দোলন।                                   

 

.