2014 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কেসিআরের সম্পত্তি বেড়েছে 7 কোটি টাকা।
হাইলাইটস
- মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মোট সম্পত্তির পরিমাণ 22 কোটি টাকা
- পেশায় কৃষিজীবী কেসিআরের নামে কোনও গাড়ি নেই
- জানা গিয়েছে মোট 63টি মামলায় নাম রয়েছে তাঁর
হায়দরাবাদ: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাওয়ের মোট সম্পত্তির পরিমাণ 22 কোটি টাকা। পেশায় কৃষিজীবী কেসিআরের নামে কোনও গাড়ি নেই। ছেলের থেকে 84 লাখ টাকা পান মুখ্যমন্ত্রী। নব গঠিত তেলেঙ্গানায় এবার প্রথম বিধানসভা ভোট হচ্ছে । তাতে গাজওয়েল কেন্দ্র থেকে লড়ছেন তিনি। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাতেই তাঁর সম্পত্তির বিস্তারিত বিবরণ নথিবদ্ধ হয়েছে। জানা গিয়েছে 63টি মামলায় তাঁর নাম রয়েছে। 2014 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কেসিআরের সম্পত্তি বেড়েছে 7 কোটি টাকা। মনোনয়ন পত্র বলছে নগদ থেকে শুরু করে জমি আছে তাঁর নামে। তবে গাড়ি নেই তাঁর।
বিধানসভায় সরকারের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে অনাস্থা প্রস্তাব আনবে কং ও বাম
কেসিআরের নামে 54 একর কৃষি জমি আছে। তাঁর স্ত্রী কে শোভার অস্থাবর সম্পত্তির পরিমাণ 94.5 লক্ষ টাকা। তাছাড়া কৃষিকাজ থেকে বছরে 91.5 লাখ টাকা রোজগারের কথাও রয়েছে মনোনয়ন পত্রে। এর বাইরে তেলেঙ্গানা পাবলিকেশন এবং তেলেঙ্গানা ব্রডকাস্টিং প্রাইভেট লিমিটেডে নামে দুটি সংস্থায় তাঁর মালিকানা আছে। তাঁর নিজের গাড়ি না থাকলেও মুখ্যমন্ত্রীর কনভয়ে 2015 সালে নতুন চারটি টয়োটা গাড়ি জুড়েছে। হায়দরাবাদে 5.10 কোটি টাকা মূল্যের বাড়ি আছে কেসিআরের। সিদ্দিপেট নামে একটি জায়গায় থাকা অনাবাদি জমির বাজার দর 60 লাখ টাকা। পাশাপাশি 8.88 কোটি টাকা ধার আছে তাঁর।
2014 সালে ভোটের সময় কেসিআর জানান তাঁর মোট সম্পত্তির পরিমাণ 16.94 কোটি টাকা। আর 2012-13 অর্থবর্ষে রোজগার ছিল 6.59 লাখ টাকা। পরের মাসের 7 তারিখ এ রাজ্যে ভোট হবে। ফলাফল প্রকাশিত হবে চার দিন বাদে।