করোনা ভাইরাস মহামারী (Coronavirus pandemic) রূপে দেখা দেওয়ায় এখন অসংখ্য মানুষের জীবন এক অন্য খাতে বইবে। লকডাউনের কারণে ইতিমধ্যেই দেশে বেকার হয়েছেন বহু মানুষ। ভবিষ্যতে আরও বহু মানুষ চাকরি হারাবেন এই আশঙ্কাও করা হচ্ছে। আসলে করোনা নামের এই ভয়ঙ্কর অসুখটি গোটা বিশ্বকেই এক বিরাট সঙ্কটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, যার থেকে রেহাই পায়নি ভারতও। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, শিক্ষকও (Telangana) এখন চাকরি হারিয়ে রাস্তায় রাস্তায় ঠেলা ঠেলে খাবার বিক্রি করছেন। তবে এটাও ঠিক যে, কোভিড- ১৯ অনেক মানুষকেই হার না মানার পাঠ পড়ালো। তাই হয়তো শিক্ষকতার চাকরি হারিয়েও এম.এ পাশ রামবাবু মারাগানি (Teacher) ঘুরে দাঁড়াতে চাইছেন, নতুন করে জীবন শুরু করতে চাইছেন।
২৪ ঘণ্টায় আরও ১৫,৯৬৮ জন আক্রান্ত করোনা ভাইরাসে, ৪৬৫ জনের মৃত্যু
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তেলেঙ্গানার একটি প্রাইভেট স্কুলে পড়াতেন ওই শিক্ষক। কিন্তু লকডাউনের ফলে সেই চাকরিটি খোয়াতে হয় তাঁকে। কিন্তু না, হাল ছাড়েননি তিনি। কর্মহীন হয়ে ঘরে বসে না থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে এক নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। ঠেলায় করে ইডলি-সাম্বার সহ নানা দক্ষিণ ভারতীয় খাবার বেচছেন রামবাবু। তিনি বলেন, "কারও উপর আর নির্ভর করবো না। এবার নিজের পায়ে দাঁড়াবো"। তেলেঙ্গানার ওই শিক্ষকের নতুন করে জীবীকা-নির্বাহের ঘটনাটি টুইটারে শেয়ার করে এএনআই।
"তুমি যে ঘরে কে তা জানতো?" বাঘের হানায় আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়
এএনআই ঘটনাটি টুইট করার সঙ্গে সঙ্গে সেই পোস্টটি ভাইরাল হয়। রামবাবু মারাগানির উদ্দমের তারিফ করেন অসংখ্য মানুষ। এই পোস্টটি এখনও পর্যন্ত প্রায় ২ হাজার 'লাইক' পেয়েছে এবং ৩০০-রও বেশিবার 'রি-টুইট' হয়েছে। দেখুন কীভাবে প্রতিক্রিয়া দিয়েছেন মানুষ...।