ভোটগণনা শুরু হবে সকাল আটটা থেকে
হায়দরাবাদ: আজ মঙ্গলবার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে দাঁড়ানো ১,৮৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। গত ৭ ডিসেম্বর তেলেঙ্গানা বিধানসভার মোট ১১৯'টি আসনে নির্বাচন হয়। মোট ভোট পড়েছিল ৭৩.২০ শতাংশ। মুখ্য নির্বাচনী অফিসার রজত কুমার বলেন, গণনার দিনের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। যে যে স্থানে ইভিএম রয়েছে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো। আধাসামরিক বাহিনী মোতায়েনও করা হয়েছে।
বিজয় মালিয়াকে তুলে দেওয়া হবে ভারতের হাতে, রায় দিল লন্ডন আদালত
আজ ভোটগণনা শুরু হবে সকাল আটটা নাগাদ।
বৃদ্ধা মা'কে ঘরে আটকে না খেতে দিয়ে মেরে ফেলল ছেলে
"প্রতি বুথের ইভিএম নিয়ম মেনেই গণনাকেন্দ্রে নিয়ে আসা হবে এবং মোট ১৪'টি টেবলে হবে গণনা। পোস্টাল ব্যালটের ভোটগণনা শেষ হয়ে যাওয়ার পর ইভিএমের গণনা শুরু হবে। প্রতিটি কেন্দ্র ধরে ধরে একে গণনার কাজ হবে", সংবাদসংস্থা পিটিআইয়ের মুখোমুখি হয়ে এই কথা জানান রজত কুমার।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)