একই গ্রামে থাকতেন দু’জন। আর সেই কারণেই আলাপ এবং প্রেম।
হাইলাইটস
- আবার তেলেঙ্গানা, আবার সেই সম্মান রক্ষার দোহাই দিয়ে খুনের অভিযোগ
- ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ থেকে ২৫০ কিলোমিটার দূরে কালামদাগু গ্রামে
- বাড়ির মেয়ে ভিন জাতের ছেলেলে বিয়ে করেছিলেন বলেই খুন
আবার তেলেঙ্গানা, আবার সেই সম্মান রক্ষার দোহাই দিয়ে খুনের অভিযোগ। এবারের ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ থেকে ২৫০ কিলোমিটার দূরে কালামদাগু গ্রামে। বাড়ির মেয়ে ভিন জাতের ছেলেকে বিয়ে করেছিলেন। আর তাই তাঁকে মেরেই ফেলল পরিবার। বছর কুড়ির তরুণীর নাম পি অনুরাধা। পুলিশের অনুমান অভিভাবকরাই কয়েকজন আত্মীয়ের সাহায্য নিয়ে তরুণীকে খুন করে। তারপর দেহ পুড়িয়ে দেয়। শেষমেশ জলে ছাইও ভাসিয়ে দেওয়া হয়। ঘটনায় অনুরাধার বাবা সাট্টেন্না এবং মা লক্ষ্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে খুনের ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। কিন্তু তা জানা গিয়েছে রবিবার। অন্যদিকে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেন মৃতার স্বামীর এ লক্ষণ।
‘রামমন্দির আমাদের কর্মসূচী নয়' বলছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
একই গ্রামে থাকতেন দু'জন। আর সেই কারণেই আলাপ এবং প্রেম। তবে জাতিগত সমস্যা থাকায় সম্পর্ক মানতে চায়নি অনুরাধার পরিবার। পরিস্থিতি পক্ষে নিয়ে বুঝতে পেরে হায়দরাবাদে পালিয়ে যান দু'জন। এখানকার আর্য সমাজ মন্দিরে ডিসেম্বর মাসের ৩ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। দিন কুড়ি বাদে গ্রামে ফিরে যান। সেকথা জানতে পেরে লক্ষণের বাড়িতে চড়াও হয় অনুরাধার পরিবারের লোকজন। জোর করে সেখান থেকে অনুরাধাকে বের করে নিয়ে আসা হয়। তদন্তে উঠে এসেছে পরিবারের লোকজন মল্লারপুর নামে একটি গ্রামে নিয়ে গিয়ে অনুরাধাকে খুন করে।
দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ এই প্রথম সন্ধ্যাবেলায় টয় ট্রেনের সেবা প্রদান করছে
এর আগে গত সেপ্টেম্বর মাসে দলিত যুবক প্রণয় কুমারকেও ভিন জাতে বিয়ে করায় প্রাণ দিতে হয়েছিল। ভাড়াটে খুনিকে কাজে লাগিয়ে প্রণয়কে হত্যা করে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা।