This Article is From Jun 10, 2019

আরও তিনদিন তাপপ্রবাহ বঙ্গে, বর্ষা ঢুকবে দেরিতে

গরমে নাজেহাল পশ্চিমবঙ্গবাসীকে আশার কথা শোনাতে পারল না হাওয়া অফিস।

আরও তিনদিন তাপপ্রবাহ বঙ্গে, বর্ষা ঢুকবে দেরিতে

দেরিতে আসবে বর্ষা

কলকাতা:

গরমে নাজেহাল পশ্চিমবঙ্গবাসীকে (West Bengal) সোমবারও আশার কথা শোনাতে পারল না হাওয়া অফিস (Weather)। সোমবার পূর্বাভাসে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আরও তিনদিন তাপপ্রবাহ (Heat wave) চলবে দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে। তারপর আসবে স্বস্তির বর্ষা। আবহাওয়া অফিসের কথা অনুযায়ী আগামী দিনগুলিতে স্বাভাবিকের থেকে দুই বা তিন ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

এই জেলাগুলির পাশাপাশি তাপমাত্রা চড়বে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শইদাহবাদ এবম পূর্ব বর্ধমানেও। প্রতিবছর ১০ জুনের মধ্যে ঢুকে যায় বর্ষা। তবে এবছর কেরলে বর্ষা দেরিতে ঢোকায় পশ্চিমবঙ্গেও দেরিতে ঢুকছে বর্ষা। প্রসঙ্গত, প্রায় এক সপ্তাহ দেরিতে কেরল উপকূলে গত শনিবার বর্ষার আগমন ঘটেছে.।

আবহাওয়া অফিসের মতে, দেরিতে ঢুকলেও ভালোই বৃষ্টি হবে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার আর কালিম্পঙে। বৃষ্টি দেরিতে ঢৌকার জন্যেই দক্ষিণবঙ্গে চলছে েই তাপপ্রবাহ। 

আজ কলকাতায় (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি।

.