ভক্তদের বিশ্বাস, ওই মাখন ত্বকের বিভিন্ন সংক্রমণ ও গাঁটে ব্যথা দূর করে। (প্রতীকী)
কাংরা, হিমাচলপ্রদেশ: হিমাচলপ্রদেশের এক বিখ্যাত মন্দিরে মকর সংক্রান্তি উপলক্ষে আজ আড়াই হাজার কেজির পরিশ্রুত মাখনের তৈরি দেবী মূর্তির উদ্বোধন করা হল।
মন্দির কর্তৃপক্ষের তরফে নিলম রানা সংবাদসংস্থা আইএএনএস-কে জানিয়েছেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে জনসাধারণের জন্য মন্দিরের পুরোহিত কর্তৃক ১০১বার পরিশ্রুত করা 'দেশি ঘি'-এর তৈরি মূর্তি দর্শনের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে।
আরও পড়ুনঃ মকর সংক্রান্তিতে নতুন ধানের সুবাস, চেখে দেখুন মিঠে স্বাদের পদ
উত্তর ভারতের অন্যতম বিখ্যাত ব্রজেশ্বরী দেবীর মন্দিরে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ থেকে প্রতি বছর বহু দর্শনার্থী ভিড় জমায়।
শোনা যাচ্ছে, আগামী ২০ জানুয়ারি পিন্ড থেকে দেবীর মূর্তি আলাদা করে হবে এবং ভক্তদের মধ্যে প্রসাদ সরবরাহ করা হবে। ভক্তদের বিশ্বাস, ওই মাখন ত্বকের বিভিন্ন সংক্রমণ ও গাঁটে ব্যথা দূর করে।
আরও পড়ুনঃ মকর সংক্রান্তির পূণ্যতিথি সমাগত, দেশ জুড়ে উৎসবের মেজাজ
পুরাণের বিভিন্ন কাহিনী অবলম্বনে আমরা জানি, অসুরদের সঙ্গে যুদ্ধে যখন দেবতারা আহত হয়েছিলেন, তখন মকর সংক্রান্তিতে মাখনের সাহায্যে তাঁদের ক্ষত নির্মূল করা হয়েছিল।
ওই মন্দিরে প্রতি বছর মকর সংক্রান্তিতে মাখনের তৈরি দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং সে উপলক্ষে এক সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।