জম্মু ও কাশ্মীরের লাদাখের খারদুং লাতে তুষার ঝড়ের মুখে বরফের নিচে চাপা পড়েন ১০ জন।
হাইলাইটস
- প্রায় ১৭,৫০০ ফুট উচ্চতায় এই ঘটনাটি ঘটেছে
- নীচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করার কাজ চলছে
- স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্সের কর্মীরাই আপাতত উদ্ধারের কাজ সামলাচ্ছেন
লাদাখ: জম্মু-কাশ্মীরের লাদাখে বরফের তলায় চাপা পড়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরও ন' জন আটকে পড়েছে। প্রায় ১৭,৫০০ ফুট উচ্চতায় এই ঘটনাটি ঘটেছে। নীচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করার কাজ চলছে। স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্সের কর্মীরাই আপাতত উদ্ধারের কাজ সামলাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটা স্করপিয় গাড়িও ঝড়ের মুখে পড়েছে। খারদুং লা এতটাই উঁচু যে, সেখানে গাড়ি করে যাওয়ায় অসম্ভব বলে মনে করছেন অনেকেই। তাহলে এই গাড়ি সেখানে কোথা থেকে এলো সেটা খতিয়ে দেখা হচ্ছে।