হাড়হিম করা সেই ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট।
শিশুসন্তানকে আটতলার ব্যালকনি থেকে ঝুলিয়ে রেখেছে বাবা। আর পড়শিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই হাড়হিম করা (Child hanging from 8th floor balcony) ভিডিও। রেডিট.কম পোর্টালের সৌজন্যে সেই ভিডিও এখন গোটা বিশ্বে ভাইরাল। পোস্টের কয়েকঘণ্টার মধ্যে ৭০ হাজার লাইক এবং অজস্র তিরস্কারমূলক কমেন্টে ছেয়ে গিয়েছে সেই ভিডিও। পুয়ের্তো রিকোর (Puerto Rico) সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাবা কেবল তাঁর শিশু সন্তানকে মাটি থেকে ৮০০ ফুট ওপর ঝুলিয়ে রেখেছে। মাঝামাঝে ওয়ে অবস্থায় সেই শিশুকে ক্রমাগত কোমর ধরে ঘুরিয়ে চলেছেন। অভিযুক্ত বাবার এমন অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন কাজ দেখে বিরক্ত নেট দুনিয়া। জানা গিয়েছে, মেক্সিকান হেরাল্ডের এক সাংবাদিক জোনাথন প্যাডিলা প্রথম সেই ভিডিও (The terrifying Video) করেন। শনিবার টুইটারে সেই ভিডিও পোস্টের সময় তিনি লেখেন,"দেখুন বাবার কীর্তি! লকডাউনে নিজের দুগ্ধপোষ্য মেয়েকে কীভাবে ব্যালকনি থেকে ঝুলিয়ে ঘোরাচ্ছেন।"
ভিডিওটি ১০ সেকেন্ড দেখে বলুন তো সাঁতার কাটছে কোন প্রাণী? হতভম্ব নেট দুনিয়া
সেই ভিডিওতে আরও মারাত্মক যেটা দেখা গিয়েছে, কোনও রকম সুরক্ষাবর্ম ছাড়াই ঝুলছিল সেই খুদে। রেডিট.কম তিরস্কার করে লিখেছে, "আপনি পার্কে যেতে পারছেন না মানে নিজের সন্তানের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন।"
Just because you cannot go to the park does not mean you can risk your childs life... from r/insaneparents
নানাবিধ তিরস্কারে অভিযুক্ত সেই বাবাকে বিঁধেছেন নেটিজেনরা।
Click for more
trending news