জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল মহিলার (ফাইল)
নিউ দিল্লি: ঈদের দিনেও রক্ত ঝড়ল উপত্যকায়। কাশ্মীরের (kashmir) পুলওয়ামায় (Pulwama) বাড়ির ভেতরে ঢুকে জঙ্গিরা এক মহিলাকে খুন করল। আহত হলেন আরও এক জন। এই ঘটনায় মৃত মহিলার নাম নিগিনা বানো। আহত হয়েছেন মহম্মদ সুলতান। আহত অবস্থায় হাসপাতালে তাঁর চিকিৎসা। পুলিশ জানতে পেরেছে জোর করে বাড়িতে ঢুকে পড়ে। তারপর ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে তারা। এ বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকে গোটা পৃথিবীর কাছে কাশ্মীরের এই এলাকার নাম পরিচিত।
14 ই ফেব্রুয়ারি গোটা পৃথিবীতে ভালোবাসার দিন হিসেবে পালিত হয়। সেদিনই কাশ্মিরের পুলওয়ামায় আঘাত হানে জইশ-ই-মহাম্মদের জঙ্গি আঘাত হানে। মৃত্যু হয় ৪০ জনেরও বেশি সিআরপিএফ জাওয়ানের। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে নতুন করে ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করে। হামলার কয়েকদিন বাদেই আকাশপথে বদলা নেয় ভারত পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটের ঢুকে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। এরপর দেশে সপ্তদশ লোকসভা নির্বাচন হয়। তাতে বিপুল জয় পায় বিজেপি। নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ করতে গিয়ে অনেক রাজনৈতিক বৌদ্ধিকের মনে হয়েছে পুলওয়ামা কাণ্ড এবং তারপর ভারতীয় সেনার হানা- সব মিলিয়ে জাতীয়তাবাদের পক্ষে যাওয়া উঠেছিল তা বিজেপিকে সাহায্য করেছে। এরপর আবার আরও একটা খুশির দিনে রক্ত ঝরল কাশ্মীরে।