This Article is From Nov 23, 2018

জম্মু কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে মৃত ছয় জঙ্গি

বীজবেহারার জঙ্গল এলাকায় নিরাপত্তা রক্ষীরা তল্লাশি চালিয়ে, এই ঘটনা ঘটিয়েছে। স্থানটি শ্রীনগর থেকে ৫০ কিমি দূরে অবস্থিত

জম্মু কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে মৃত ছয় জঙ্গি

বীজবেহারার জঙ্গল এলাকায় আত্মগোপন করেছিল জঙ্গিরা (প্রতীকি চিত্র)

নিউ দিল্লি:

আজ সকালেই কাশ্মীরের অনন্তনাগ জেলায় এনকাউন্টারে প্রাণ হারিয়েছে ছয় জঙ্গি।  

বীজবেহারার জঙ্গল এলাকায় নিরাপত্তা রক্ষীরা তল্লাশি চালিয়ে, এই ঘটনা ঘটিয়েছে। স্থানটি শ্রীনগর থেকে ৫০ কিমি দূরে অবস্থিত। তল্লাশির কাজ এখনও চলছে।  

১১ বছরের নাবালিকার সঙ্গে যৌনতায় লিপ্ত হয়ে ধৃত আমেরিকা প্রবাসী ভারতীয়

আইএএনএস-এর কাছে পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে,''নিরাপত্তা রক্ষীরা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের খুবই কাছে পৌঁছে গেছিল। প্ৰত্যুত্তরে তারাও যথেষ্ট গুলি চালায়।'' 

মাত্র তিনদিন আগে, এনকাউন্টারে চার জঙ্গিকে হত্যা করা হয়েছিল। এই ঘটনাটি ঘটে সোপিয়ান এলাকায়। এই বুলেটের যুদ্ধে ভারতের এক জোয়ান শহীদ হন এবং তিনজন গুরুতর আহত হয়েছিলেন।  

উপত্যকায় চার জঙ্গিকে খতম করল সেনা, প্রাণ হারালেন এক সেনা জওয়ানও

সুরক্ষার কথা মাথায় রেখে অনন্তনাগ এলাকায় মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানা গেছে জঙ্গিদের বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।  

এক নজরে আজকের সকালের বিশেষ বিশেষ খবর গুলি দেখে নিন:

.