This Article is From Aug 07, 2018

বার্সেলোনা আক্রমণঃ বিস্ফোরক বানানোর সময় জঙ্গিদের হাসির চাঞ্চল্যকর ছবি

গত বছর বার্সেলোনার একটি রিসর্টে জঙ্গিহানায় 16 জন মানুষের মৃত্যু হয়েছিল

বার্সেলোনা আক্রমণঃ বিস্ফোরক বানানোর সময় জঙ্গিদের হাসির চাঞ্চল্যকর ছবি

বিস্ফোরক বানানোর সময় ক্যামেরার সামনে পোজ জঙ্গিদের

মাদ্রিদ, স্পেন:

গত বছর বার্সেলোনার একটি রিসর্টে জঙ্গিহানায় 16 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেই জঙ্গিহানার সঙ্গে যে সন্ত্রাসবাদী গোষ্ঠী জড়িয়ে ছিল, বিস্ফোরক বানাবার সময় তাদের কয়েকটি ছবি এবার সামনে এলো। সেই ছবিগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, একজন জঙ্গি কোমরে বিস্ফোরক বোঝাই বেল্টটি পরতে পরতে হাসিমুখে আকাশের দিকে আঙুল তুলে দেখাচ্ছে। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরক তৈরির সময় দুজন জঙ্গি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে আরও এক জঙ্গি।

গত বছর 17 অগস্ট এই জঙ্গিদের মধ্যেই একজন, বাইশ বছর বয়সী ইউনুস আবুয়াকুব বার্সেলোনার বুকে লাস রাম্বলাস বুলেভার্ডের ভিড়ের মধ্যে দিয়ে একটি বড় ভ্যান চালিয়ে দিয়েছিল। যার ফলে প্রাণ হারায় 13 জন মানুষ।

কয়েকদিন বাদে পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ওই জঙ্গি আরেকজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে।

স্পেনের বিখ্যাত সংবাদপত্র লা রাজোঁ জানিয়েছে, বার্সেলোনা থেকে 200 কিলোমিটার দূরের অ্যালকানার একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ভিডিও ফাইল সহ এই ছবিগুলি উদ্ধার করে তারা। এই বাড়িতে বসেই বিস্ফোরক বানাচ্ছিল জঙ্গিরা।

যে আক্রমণ করবে বলে ঠিক করেছিল ওই জঙ্গিরা, সেদিনই বাড়িটি বিস্ফোরণে উড়ে যায়। দুজন মারা যায় ওই বিস্ফোরণে।

বার্সেলোনার ওই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল আইএসআইএস।   

miacef0c

 

1kc6dgqg

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.