ঘটনাটি ঘটেছে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে (ফাইল চিত্র)
শ্রীনগর: আজ দুপুরে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে। সংবাদ সংস্থা পিটিআই থেকে প্রাপ্ত খবর অনুসারে, বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন মানুষ। আর তখনই ঘটে বিস্ফোরণ। জম্মু ও কাশ্মীর পুলিশ এক বিজ্ঞপ্তিতে উপত্যকার মানুষদের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে এমন এনকাউন্টার অঞ্চলে না যাওয়ার অনুরোধ জানিয়েছিল। এই অনুরোধের ঠিক একদিন পরেই ঘটল এই আক্রমণ।
বিস্তারিত আসছে...