ধরতে গেল মাছ, কিন্তু এ কী উঠে এল!
US -এর টেক্সাসের একটা ভিডিও তে এমন এক দৃশ্য দেখা গেলো, যা দেখে হয়তো আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না, ভাবেন এ করে সম্ভব। টেক্সাসের হোস্টেনে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে নিজেই অবাক হয়ে যান। Sputniknews থেকে প্রাপ্ত খবর অনুসারে, চেজ ম্যাক্রে নামক এক ব্যক্তি মাছ ধরতে গেছিল, কিন্তু তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে সে নিজেও হতভম্ব হয়ে যায়। পরে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়।
গত জুলাই মাসে টুইটারে এই ভিডিওটা শেয়ার কার হয়। তার ভিউয়ার ৪.৬ মিলিয়ন হয়ে গেছে। মাছ ধরার অভিপ্রায় গেলেও বড়শিতে উঠে এল এক বিরাট ময়াল, তার মুখে রয়েছে এক বিরাট মাছ। কিছুক্ষণ বাদে যদিও এই ব্যক্তি সফল হয়, সাপটা মাছটাকে ছেড়ে দেয়।
Viral Video: একটা স্কুলের মেয়ে এমন কাজ করতে পারে! নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না
বড়ো কোনো মাছ ধরার অভিপ্রায় নিয়েই তিনি বোধহয় গেছিলেন, সেই অনুসরে জিনিসপত্র গোছানো ছিল, ভিডিওতে দেখানো বড়শি দেখেই সেটা আপনি বুঝতে পারবেন। তবে মাছের সাথে সাথে যা উঠে এল তা দেখে চক্ষু চড়ক গাছ হবে আপনারও। একটা সাপ মাছকে পেঁচিয়ে রেখে সেটা গ্রাস করার চেষ্টা করছিল, তার বড়শিতে মাছ ও সাপ একসাথে উঠে আসে।
Click for more
trending news