পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা করছে
নিউ দিল্লি: দক্ষিণ দিল্লির একটি শপিং মলে যাওয়ার পথে ‘ঠক ঠক' গ্যাংয়ের হাতে পড়ে মোবাইল ফোন ও টাকা পয়সা খোয়ালেন বলিউড অভিনেত্রী ফারহীন প্রভাকর। পুলিশ সূত্রের খবর, শনিবার শুধু এই ‘ঠক ঠক' গ্যাংয়ের দ্বারা লুটপাঠই চালানো হয়নি তাঁর উপর, দলের চারজন সদস্য অভিনেত্রীকে লাঞ্ছনাও করে। ফারহীন প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভকরের স্ত্রী।
‘ঠক ঠক' গ্যাংয়ের ডাকাতির একটি বিশেষত্ব আছে। প্রায়ই তাঁরা গাড়ির জানলায় এসে ঠকঠক আওয়াজ করে। চালক জানলা খুলে তাঁদের সঙ্গে কথা বলতে গেলেই নিমেষে হাওয়া হয়ে যায় মূল্যবান সামগ্রী। চালকের মনোযোগ অন্য দিকে সরিয়ে দ্রুত হাতসাফাই করতে তাঁরা অভ্যস্ত। যদি তাঁরা কোনও কারণে ডাকাতি করতে ব্যর্থ হয়, তবে মানুষকে মেরে ধরেও ছিনতাই করে পালায় তাঁরা।
আজ 'সুপার ব্লাড উলফ চন্দ্রগ্রহণ'! কী এই চন্দ্রগ্রহণের বিশেষত্ব? কোথায় কোথায় দেখা যাবে গ্রহণ?
শনিবার দুপুরে সর্বপ্রিয়া বিহারের বাসিন্দা ফারহীন প্রভাকর সাকেতে সিটি ওয়াক মলে যাবেন বলে বেরোন। পুলিশ জানিয়েছে, “যখন ট্র্যাফিক সিগন্যালে তাঁর গাড়ি এসে থামে তখন চারজন ডাকাত তাঁর গাড়ি ভাঙার চেষ্টা করে। গাড়ি পার্ক করার চেষ্টার পর, যখন তিনি বুঝতে চেষ্টা করেন বিষয়টি আসলে কী হল তখন ওই চারজনের তাঁকে খারাপভাবে গাড়ি চালানোর জন্য নানা কটুক্তি করতে থাকে।” পুলিশ কমিশনার বিজয় কুমার জানান, “পরে ওই ডাকাতেরা নগদ ১৬ হাজার টাকা, নথিপত্র, মূল্যবান সামগ্রী এবং মোবাইল ফোন হাতিয়ে পালাতে যায়। কিন্তু ফারহীন তাঁর উপর হেনস্থার চেষ্টাকে প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা করেন। পরে অভিযুক্তরা রাস্তার বিপরীত দিকে পার্ক করা নিজেদের গাড়িতেই চম্পট দেয়।”
পাঞ্জাবে সাফারিতে ব্যক্তিকে ছিঁড়ে খেল ২ সিংহ, কীভাবে ঢুকলেন ওই ব্যক্তি! চলছে তদন্ত
ফারহীন একজন হাঁপানি রোগী। ঘটনার আকস্মিকতায় তিনি রাস্তায় ধসে পড়েন। তাঁকে একজন সেনা অফিসার সাহায্য করেন। তিনিই পুলিশকে ডেকে এনেছিলেন এবং অভিযুক্তদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি নোট করতেও সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, “পুলিশ একটি মামলা করেছে এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে।"
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)