বাকি তিনজন নাবালিকার খোঁজে তল্লাশি চলছে।
পাটনা: যে চারজন নাবালিকা পাটনার আবাসিক হোম থেকে পালিয়ে এসেছিল, তাদের মধ্যে একজন নিজের বাড়ি ফিরে এসেছে বলে জানিয়েছে বিহার পুলিশ। বাকি তিনজনকে খোঁজার পালা এখনও শেষ হয়নি। গত রবিবার পাটলিপুত্র কলোনির সরকারি আবাসিক হোম আশা কিরণ থেকে নিজেদের ওড়নাকে দড়ি বানিয়ে দু'তলার ব্যালকনি থেকে নেমে এসেছিল ওই চারজন। গত মাসেই তাদের ওই হোমে জায়গা দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই চারজনের মধ্যে একজনের বয়স ১২ বছর। বাকি তিনজন ১৬ বছরের।
বিহারে স্কুলছাত্রীদের শ্লীলতাহানী, এখনও পর্যন্ত গ্রেফতার 9
"ওই চারজনের মধ্যে একজন নাবালিকা বাড়ি ফেরার পর ওই হোমের ম্যানেজারকে ফোন করে তার বাড়ি ফেরার খবর জানিয়েছে। তারপরই হোমের ম্যানেজার আমাদের খবরটি দেন", বলেন পাটলিপুত্র থানার অফিসার তারকেশ্বর নাথ তিওয়ারি।
সুপ্রিম তোপে বিহার সরকার, যৌন নির্যাতনের ঘটনায় আদালতের প্রশ্ন, শিশুরা কি দেশের নাগরিক নয়?
তিনি আরও জানান, না জানিয়ে চলে আসার জন্য ওই নাবালিকা হোমের ম্যানেজারের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে।
হোমের ম্যানেজার এই ঘটনা নিয়ে একটি অভিযোগ দায়ের করেছে থানায়।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)