Read in English
This Article is From Sep 09, 2018

World Hindu Congress: স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার উদযাপন করতে চলেছে হিন্দু কংগ্রেস

শিকাগোতে স্বামী বিবেকানন্দের বক্তৃতার একশো পঁচিশ বছর হল এই 2018 সালে।

Advertisement
অল ইন্ডিয়া

স্বামী বিবেকানন্দের বক্তৃতার ১২৫ বছর পালন করতেই এই অনুষ্ঠান

নিউ দিল্লি:

দ্বিতীয় বিশ্ব হিন্দু কংগ্রেসে (World Hindu Congress)-এ অংশ নিতে গতকাল শিকাগো রওনা দিয়েছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইড়ু। দু’দিন ব্যাপী সম্মেলন চলবে সেখানে। শিকাগোতে স্বামী বিবেকানন্দের বক্তৃতার একশো পঁচিশ বছর হল এই 2018 সালে। বিশ্বধর্ম সম্মেলনে বিবেকানন্দের সেই বক্তৃতা,  এত যুগ পরেও ঐতিহ্যগতভাবেই যে কোনও ভারতীয়ের কাছে এক উল্লেখযোগ্য পাথেয়।

উপরাষ্ট্রপতির দফতর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে, নরেন্দ্রনাথ দত্তের সেই বক্তৃতার একশো পঁচিশ বছরকে উদযাপন করতেই তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন এই সম্মেলনে। উপরাষ্ট্রপতির দফতরের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, এটি হল এমন এক আন্তর্জাতিক মঞ্চ যার মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত হিন্দুই আসতে পারবেন একে অপরের কাছাকাছি। আদানপ্রদান করতে পারবেন নিজেদের মতামত। যা আসলে সাধারণের জীবনে কোনওভাবে উত্তরণের কথাই বলবে দিনের শেষে।

ওই ওয়েবসাইটটিতে এও বলা হয়েছে, হিন্দুধর্ম নিয়ে বহু সংশয়ের সমাধান করে তাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাই বলবে এই সম্মেলন।

Advertisement