This Article is From Nov 29, 2018

যুদ্ধ নয়, ভারত-পাক সমস্যার সমাধান সম্ভব রাজনৈতিকভাবেই, বললেন প্রাক্তন সেনাকর্তা

যতই দুই প্রতিবেশি দেশ নিউক্লিয়ার শক্তিতে সমৃদ্ধ হোক না কেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা মেটানোর জন্য রাজনৈতিক হস্তক্ষেপই আসলে সবথেকে বেশি জরুরি।

Advertisement
অল ইন্ডিয়া
কলকাতা:

যতই দুই প্রতিবেশি দেশ নিউক্লিয়ার শক্তিতে সমৃদ্ধ হোক না কেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা মেটানোর জন্য রাজনৈতিক হস্তক্ষেপই আসলে সবথেকে বেশি জরুরি। যুদ্ধ করে এই সমস্যা মিটবে না। বুধবার এই কথা জানালেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল প্রকাশ মেনন। ভারতের মাটিতে পাকিস্তান পরিচালিত সন্ত্রাসবাদী হানা রোখার জন্য আরেকটি যুদ্ধ করা মোটেই কাজের কাজ হবে না। তার কারণ, দুই দেশের কাছে পরমাণু বোমা রয়েছে৷ তাঁর নতুন বই 'দ্য স্ট্র‍্যাটেজি ট্র‍্যাপ- ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আন্ডার দ্য নিউক্লিয়ার শ্যাডো' উদ্বোধন করতে এসে এই কথা বলেন প্রকাশ মেনন।

 পড়ুন ব্লগঃ  এক গাঙ্গেয় সন্ধ্যার বিষণ্ণ রূপকথা

"যুদ্ধ করে নয়। যুদ্ধ করে কোনও সমাধানেই পৌঁছানো যাবে না। কারণ, দু'দেশের কাছেই পরমাণু বোমা রয়েছে। ওতে লাভের থেকে ক্ষতি বেশি। এই সমস্যার একমাত্র সমাধান হতে পারে রাজনৈতিকভাবে। আলোচনার মাধ্যমে", বলেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement