1997 সালে ইউনেস্কো এটিকে হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করে। ( এএফপি)
নুনের খনি বলে তার পরিচয় সাত হাজার বছর ধরে। কিন্ত এবার চমকে দেওয়ার মতো ইতিহাস জীবন্ত হল অস্ট্রিয়ার নুনের খনি হালস্টটে। এখনও পর্যন্ত যা পাওয়া গিয়েছে তাতে এক সুবিন্যস্ত সভ্যতার হদিশ মিলেছে বলে খবর।
The remains of a 3,000-year-old prehistoric salt mine are pictured in Hallstatt, Austria.
গোটা চত্বরের মাত্র দু’শতাংশের হদিশ মিলেছে এখনও পর্যন্ত। কিন্তু তাতেও নানা ধরনের জিনিসের খোঁজ মিলেছে। এ ব্যাপারে সংবাদ সংস্থা এএফপিকে মুখ্য প্রত্নতত্ববিদ তাঁদের কাজ সম্পর্কে জানিয়েছন।
ঠিক দু’দশক আগে 1997 সালে ইউনেস্কো এটিকে হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করে। জানা যায়, প্রায় 250 মিলিয়ন বছর আগে সমুদ্রের জল থেকে সৃষ্টি হয়েছে এই খনির।
3 হাজার বছর আগের সেই সিঁড়ি
প্রত্নতত্ববিদরা কাজ শুরু করে তিন হাজার বছর আগের একটি সিঁড়ির সন্ধান পেয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যিশু জন্মেরও কমকরে 1100 বছর আগে এটি তৈরি হয়েছে। এছাড়া আর যা যা পাওয়া গিয়েছে সেগুলির বয়স অনেক কম।
এখান থেকে পাওয়া সামগ্রীর মধ্যে প্রচুর রত্নও রয়েছে বলে জানা গিয়েছে।