This Article is From Oct 30, 2019

মহিলা আইনজীবী খুনের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধর্মঘট বার কাউন্সিলের

এই কর্মবিরতির ফলে বৃহস্পতিবার হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালত বন্ধ থাকবে। বন্ধ থাকবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চও।

মহিলা আইনজীবী খুনের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধর্মঘট বার কাউন্সিলের

কর্মবিরতির ফলে বৃহস্পতিবার হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার রাজ্যজুড়ে কর্মবিরতির (pen-down protest) ডাক দিল রাজ্য বার কাউন্সিল (Bar Council of West Bengal)। বর্ধমানে এক মহিলা আইনজীবীর খুনের প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে এই ধর্মঘট বলে জানান বার কাউন্সি‌লের সহ সভাপতি সিদ্ধার্থ মুখোপাধ্যায়। বুধবার বার কাউন্সিলের এক বৈঠকে এই কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ধমানের আইনজীবী মিতালি ঘোষের হত্যার প্রতিবাদে এই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। নিহত মিতালি ঘোষের বয়স হয়েছিল ৫৭। গত ২৭ অক্টোবর পূর্ব বর্ধমানের আজাপুরে নিজের বাড়িতে নিহত হন‌ মিতালি।

জঙ্গি হানায় নিহত রাজ্যের শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর

সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা নিহত আইনজীবী মিতালি ঘোষ, যিনি বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন, তাঁর হত্যার সঠিক ও দ্রুত তদ‌ন্তের দাবি জানাচ্ছি। অপরাধীদের দ্রুত আটক করা হোক।''

এই কর্মবিরতির ফলে বৃহস্পতিবার হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালত বন্ধ থাকবে। বন্ধ থাকবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চও।

তদন্তকারীসংস্থার আর্জি খারিজ, ফের তিহার জেলেই পি চিদাম্বরম

বর্ধমান বার অ্যাসোসিয়েশনের তরফে সংগঠনের সম্পাদক সাদন তা জানিয়েছেন, আইনজীবী মিতালি ঘোষের মৃত্যুর কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা কেউ বুধবার কাজে যোগ দেননি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.