রাহুল ও মোদীর ছবি দেওয়া ঘুড়ি বিপুলভাবে বিকোচ্ছে গুজরাটের বাজারে।
রাজকোট: লোকসভা নির্বাচনের যুদ্ধ শুধু মাটিতেই নয়, এবার পৌঁছে গেল আকাশেও। নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর লড়াইয়ের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে ঘুড়ি। মকর সংক্রান্তির উৎসব যত এগিয়ে আসছে, ততই গুজরাটে বেড়ে চলেছে মোদী ও রাহুলের মুখের ছবি দেওয়া ঘুড়ির বিক্রি। উত্তর ও পশ্চিম ভারতের বহু অঞ্চলে এই বিশেষ দিনটিতে ঘুড়ি ওড়ান লক্ষ লক্ষ মানুষ। ঘুড়ির গায়ে 'কিসমে কিতনা হ্যায় দম' ধরনের স্লোগানও লেখা রয়েছে। বিশেষ এই স্লোগানটি লেখা ঘুড়িই এই বছর সবথেকে বেশি বিক্রি হবে বলে মনে করছেন ঘুড়ি বিক্রেতারা।
সংবাদসংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে এমনই একজন ঘুড়ি বিক্রেতা দীনেশ বলেন, "প্রতি বছরেই এই সময়টা বাজার ঘুড়িতে ঘুড়িতে ছেয়ে যায়। এই বছর আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ঘুড়িতে রাজনৈতিক নেতাদের মুখ দেওয়া ছবির বিক্রি অনেক বেশি"।
যদিও, বিক্রেতারা জানাচ্ছেন, ঘুড়ি-যুদ্ধে রাহুল গান্ধীকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নেতাদের মুখ দেওয়া ঘুড়ি ছাড়াও, 'বাহুবলী' ছাপ দেওয়া ঘুড়িও বিক্রি হচ্ছে বিপুলভাবে।