This Article is From Jun 04, 2019

এভাবেও বডি মাসাজ সম্ভব! ছবি শেয়ার আনন্দ মাহিন্দ্রার

সব অসুখের এক সমাধান, ট্যুইটে জানান আনন্দ মাহিন্দ্রা

এভাবেও বডি মাসাজ সম্ভব! ছবি শেয়ার আনন্দ মাহিন্দ্রার

আনন্দ মাহিন্দ্রা

এমন মাসাজের কথা আপনি জীবনে দেখেছেন না শুনেছেন! আপনার দেখা-শোনা বা জানা, কোনওটাই না হয়ে থাকলেও হাজারো ব্যস্ততার ফাঁকেও এমন অদ্ভুত এক বিজ্ঞাপনে চোখ পড়েছে বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা (Mr Mahindra) সেই ছবি শেয়ার করে ততটাই উইটি ক্যাপশান দিয়েছেন তিনি, এক মাসাজেই, সব রোগের নিরাময়। আর দ্বিতীয় মাসাজ দরকার পড়বে না কোনোদিন!

কী রয়েছে প্রচারপত্রে? রোড রোলারের চাকা দেখিয়ে বলা হয়েছে, এই চাকার নিজে শুয়ে পড়ে স্পেশাল মাসাজ নিন। মাত্র ৪৯৯ টাকায়!  

ছবি দেখুন:

ছবি শেয়াারের সঙ্গে সঙ্গেই ষোলশো লাইকস (1,600 'likes') পেয়েছে । আর একশোটি কমেন্টস।

আজকের দিনে মানুষ হাসতে ভুলে গেছে, এটা ভালো করে বোঝেন আনন্দ (Mr Mahindra) । তাই মাঝেমধ্যেই এই ধরনের মজার ছবি বা ভিডিও পোস্ট করেন। তাঁর ৭ কোটি (7 million Twitter followers) ফলোয়ার্স কিছু দিন আগেই দেখেছেন ভীষণ হাসির একটি ভিজিও (excavator video)।

কী ভাবছেন? মাহিন্দ্রার পরামর্শ মেনে ভবযন্ত্রণা দূর করবেন?

.