kiran the bong guy: আজ তাঁর ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে
কলকাতা: নতুন কিছু করতে চাইলে বরাবর ব্যতিক্রমী হতে হয়। তেমনই একটা শান্তশিষ্ট মেধাবী ছেলে ইঞ্জিনিয়ারিং-এর সুখের জীবন ছেড়ে পেশা হিসাবে বেছে নিল এমন এক পথ যে পথে সাফল্য আসবে কি না তা একেবারেই অনিশ্চিত। কন্টেন্ট হতে হবে নতুন, আকর্ষণীয়, ভালো হতে হবে উপস্থাপন ভঙ্গি, সর্বোপরি জানতে হবে মানুষ কি চায়- রাশটা ধরে ফেললে তবেই সাফল্য পাওয়া সম্ভব ইউটিউবার হিসাবে। ঠিকই ধরেছেন। আমরা বং গাই কিরণ দত্তের কথাই বলছি, যিনি এ মুহূর্তে বাংলার এক নম্বর ইউটিউবার। আজ তাঁর ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে। তবে সাফল্য যে প্রথমেই আসেনি সে কথা তিনি নিজেই জানিয়েছেন। ইউটিউব ভিডিও লিস্টে চোখ রাখলে প্রথমেই চোখে পড়বে 'দেব ভক্ত গার্লফ্রেন্ড' নামের প্রায় দু'বছর আগে তৈরি একটা ভিডিও। সে সময় পরিচিতি না পেলেও বছর খানেক পর 'এ কেমন গান' ভিডিওটা তৈরির পর থেকে ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছতে সে শুরু করে। এরপর আর পিছু ফিরে তাকাতে শুরু হয়নি। সিনেমা, গান, অভিনেতা, পরিচালক কার কী ভুল তা হাস্যরসের মধ্যে দিয়ে সকলের চোখের সামনে তুলে ধরতে তিনি কোনওদিন পিছু পা হন নি। বরাবর নিত্যনতুন কন্টেন্ট এবং আকর্ষণীয় উপস্থাপন ভঙ্গিতে তিনি খুব দ্রুত পৌঁছে গিয়েছেন সকলের ঘরে ঘরে।
সম্প্রতি পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার আনন্দে বং গাই কিরণ নতুন কিছু করার ভাবনা থেকেই ইনস্টাগ্রামে ফলোয়ারদের থেকে চেয়ে বসলেন তাদের ফোন নম্বর। সেখান থেকেই সরাসরি ফোন করে বসলেন বাছাই করা কিছু মানুষকে। তবে ব্যাপারটা এখানেই শেষ নয়। বং গাই ফোন করবে আর সেখানে কোনও চমক থাকবে না তা আবার হয় নাকি? ফোন তো তিনি করলেন, সঙ্গে যেটা করলেন তাতে নিজেই পারলেন না নিজের হাসি চেপে রাখতে। সমস্তটা তুলে ধরলেন নতুন ভিডিওতে।
সদ্য প্রকাশিত ভিডিওতে দেখা গেল ফলোয়ারদের ফোন করে বিভিন্ন রকম প্র্যাঙ্ক করে বং গাই গালাগালও খেলেন প্রচুর। আবার অনেকেই প্রিয় 'কিরণ দা'-র গলা শুনেই চিনে ফেললো তাঁকে। পরিচয় জানতে পেরে আনন্দে আত্মহারা হয়ে অনেকেই আবার বলে বসলো "তুমি প্রথম দিন থেকে আমার ক্রাশ!" অনুরাগীদের এহেন ভালোবাসায় ভিডিওতেই লজ্জায় লাল হয়ে উঠতে দেখা গেল বং গাই-কে।
সফল ইউটিউবার হওয়ার রহস্য কী?- প্রশ্নের উত্তরে বং গাই জানালেন, "পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হওয়াটা বড় ব্যাপার নয়। মানুষ চিনবে সেটাই আসল। আর মানুষের চেনার জন্য নতুন কিছু করতে হবে যা নিয়ে আগে কাজ হয়নি। আর হয়ে থাকলেও সেটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে যা মানুষের কাছে নতুন। নতুন কন্টেন্ট অবশ্যই দরকার। আর সাবস্ক্রাইবার পেতে গেলে ট্রেন্ডিং টপিকে মাঝে মধ্যে কাজ করা উচিত। আর নির্দিষ্ট দর্শক যারা অপেক্ষা করবে ভিডিওটার জন্য তাদের পেতে হলে কন্টেন্ট ভাল করতে হবে। আমার ক্ষেত্রে, বাংলায় ইউটিউবার চাইতো মানুষ। রিজিওনাল কাজ দেখতে চেয়েছে মানুষ। আমিও রিজিওনাল কাজ করেছি। তাছাড়া কোনসিসটেন্সি খুব গুরুত্বপূর্ণ।" পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার আর তাদের ভালোবাসার ছোট্ট একটা নিদর্শন দেখে নিন এই ভিডিওতে:
ইঞ্জিনিয়ার হয়ে চাকরী করলে জীবনে নিরাপত্তা হয় তো থাকতো। কিন্তু এমন ভালোবাসা কি পাওয়া যেত? যেত না বোধ হয়! তাই আপাতত পুরো দমে নেশাকেই পেশা করে এগিয়ে যাওয়ার লক্ষে স্থির হয়ে আছেন বং গাই কিরণ দত্ত।
Click for more
trending news