This Article is From Dec 18, 2018

কোন তিনটে দিন রথযাত্রা করতে চান, বিজেপির কাছে জানতে চাইল হাইকোর্ট

বাংলায় রথযাত্রা করতে হলে তা করতে হবে কোন তিনটে দিন তা করা হবে, তা আদালতকে আগে থেকে জানানে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এ কথা সাফ জানিয়ে দিল বিজেপি নেতৃত্বকে।

কোন তিনটে দিন রথযাত্রা করতে চান, বিজেপির কাছে জানতে চাইল হাইকোর্ট

আগামীকালও এই মামলার শুনানি চলবে

কলকাতা:

বাংলায় রথযাত্রা করতে হলে তা করতে হবে কোন তিনটে দিন তা করা হবে, তা আদালতকে আগে থেকে জানানে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এ কথা সাফ জানিয়ে দিল বিজেপি নেতৃত্বকে। তার সঙ্গে, ওই রথযাত্রা চলাকালীন কী কী বাধানিষেধ মেনে চলবে দল, তাও জানাতে হবে আদালতকে। পশ্চিমবঙ্গ সরকার বিজেপির রথযাত্রার পরিকল্পনায় অনুমতি না দেওয়ায় সোমবার আদালতে আবেদন করে ভারতীয় জনতা পার্টি। যার আরেক নাম- 'গণতন্ত্র বাঁচাও যাত্রা'। এর আগে, এই রথযাত্রার ফলে রাজ্যের সম্প্রীতির পরিবেশ ব্যাহত হতে পারে বলেও কথা উঠেছিল। এক বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, গত ১৩ ডিসেম্বর সরকারি কর্তাদের সঙ্গে বিজেপি নেতাদের যে বৈঠক হয়েছিল, তার ভিডিও আদালতের কাছে পেশ করতে হবে। 

আগামীকালও এই মামলার শুনানি চলবে।  উত্তরবঙ্গের কোচবিহার, দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর এবং বীরভূমের তারাপীঠ থেকে তিনটি রথযাত্রা করার পরিকল্পনা নিয়েছিল বিজেপি। যা পরে আদালতের রায়ে স্থগিত হয়ে যায়।

.