This Article is From Jan 03, 2019

প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে ডি লিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

এছাড়া, এই বছর ডিএসসি সম্মান পাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশ ও প্রখ্যাত চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়।

প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে ডি লিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডি লিট দিতে চলেছে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে

হাইলাইটস

  • এই বছর অনুষ্ঠানটি হবে নজরুল মঞ্চে
  • গত বছর মমতাকে ডি লিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়
  • রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী
কলকাতা:

এই বছরের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডি লিট দিতে চলেছে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে। গতকাল এই কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। এছাড়া, এই বছর ডিএসসি সম্মান পাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশ ও প্রখ্যাত চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। উপাচার্য জানান, "তিন প্রখ্যাত ব্যক্তিত্বকে সম্মান জানাব আমরা প্রতি বছরের মতো এবারেও৷ সেই তিন ব্যক্তিত্ব, যাঁরা নিজের নিজের কাজের ক্ষেত্রে গভীর ছাপ রেখে গিয়েছে।  পুরো অনুষ্ঠানটি হবে আগামী ৭ জানুয়ারি, নজরুল মঞ্চে"। 

শবরীমালায় তৈরি হল ইতিহাস, কেরালা জুড়ে বিক্ষোভ, কাঁদুনে গ্যাসের সেল ফাটাল পুলিশ

এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি উদ্বোধনী বক্তৃতাটি দেবেন। অনুষ্ঠানটির পৌরোহিত্য করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। গত বছর মমতাকে ডি লিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। 

"তৃণমূল একটা রাজ্যই চালাতে পারে না, দেশ চালাবে কী করে", তীব্র আক্রমণ রাহুল সিনহার

এছাড়া, এই বছর সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৪৩৮ জন গবেষক পাবেন পিএইচডি ডিগ্রি, ২৩৬ জন পাবেন এম ফিল ও ১১৩ জন পাবেন এল এল এম সার্টিফিকেট। জানান উপাচার্য। 

গত দু'বছরের মতো এই বছরেও কলেজ স্ট্রিটে আয়োজিত হচ্ছে না কেন এই অনুষ্ঠান, তা জানতে চাওয়া হলে উপাচার্য বলেন, দ্বারভাঙ্গা ও আশুতোষ ভবনের সংস্কার চলছে বলেই এই সিদ্ধান্ত। সংস্কার শেষ হলেই ফের সমাবর্তন অনুষ্ঠান ওই ভবনগুলিতেই হবে।

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.