This Article is From Jan 08, 2019

দুর্গাপুজোর খরচের হিসেব চেয়ে শহরের নামকরা পুজো কমিটিগুলোকে চিঠি আয়কর দফতরের

গত বছরের দুর্গাপুজো উপলক্ষে কত খরচ হয়েছে তা জানার জন্য কলকাতার নামকরা বেশ কয়েকটি পুজো কমিটি সহ রাজ্যের মোট ৪০'টি পুজো কমিটির কাছে চিঠি পাঠাল আয়কর দফতরের কমিশনার।

দুর্গাপুজোর খরচের হিসেব চেয়ে শহরের নামকরা পুজো কমিটিগুলোকে চিঠি আয়কর দফতরের

৮ জানুয়ারি তাদের প্রত্যেককে আয়কর দফতরের অফিসে তথ্য পেশ করতে হবে।

কলকাতা:

গত বছরের দুর্গাপুজো উপলক্ষে কত খরচ হয়েছে তা জানার জন্য কলকাতার নামকরা বেশ কয়েকটি পুজো কমিটি সহ রাজ্যের মোট ৪০'টি পুজো কমিটির কাছে চিঠি পাঠাল আয়কর দফতরের কমিশনার। ২০১৮ সালের ২১ ডিসেম্বর পাঠানো হয় চিঠি। ৮ জানুয়ারি তাদের প্রত্যেককে আয়কর দফতরের অফিসে তথ্য পেশ করতে হবে। 

সংরক্ষণ নিয়ে কেন্দ্রের ঘোষণায় প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

আয়কর আইনের ১৩৩(বি) ধারায় এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

বনধ ব্যর্থ করার চক্রান্ত ব্যর্থ করবেন সাধারণ মেহনতি মানুষ, বললেন সিটুর রাজ্য সভাপতি

পুজো কমিটির প্যান কার্ডের তথ্য, ট্যানের তথ্য, গত আর্থিক বছরে মোট কত খরচ হয়েছে, সেই তথ্য সম্পূর্ণভাবে দাখিল করতে হবে আয়কর দফতরের কাছে।

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.