This Article is From Dec 05, 2018

দিল্লির ফ্ল্যাট থেকে উদ্ধার মালদহের যুবকের পচাগলা দেহ

ঘটনার দিন দুজনে বসে আকণ্ঠ মদ্যপান করার পর বচসায় জড়িয়ে গেলে বাম্পি পালের কাছ থেকে তার ধার দেওয়া ১৫,০০০ টাকা চায় তাপস। সেই সময়ই বাম্পি পালের গলায় দড়ি পেঁচিয়ে মেরে ফেলে তাকে তাপস। 

Advertisement
অল ইন্ডিয়া
নিউ দিল্লি:

মঙ্গলবার দিল্লির অশোকনগরে পশ্চিমবঙ্গের এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। অভিযোগ, অর্থ নিয়ে গোলমালের জেরে এক সপ্তাহ আগেই তার বন্ধুই তাকে হত্যা করেছিল। পুলিশ জানিয়েছে, গত ২৫ নভেম্বর দিল্লিতেই হত্যা করা হয় মালদহের বাসিন্দা বাম্পি পালকে। পুলিশ জানায়, প্রতিবেশিরা বাম্পি পালের বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়৷ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে তার দেহ উদ্ধার করে পুলিশ। তার বয়স ২০ বছর। ওই ফ্ল্যাটেই তার সঙ্গে থাকত ২৪ বছরের তাপস হালদার। 

কলেজে কম উপস্থিতির ফলে সেমেস্টারে বসায় বাধা, পদ্ধতি তুলে দেওয়ার দাবি ডিএসওর

ঘটনার দিন দুজনে বসে আকণ্ঠ মদ্যপান করার পর বচসায় জড়িয়ে গেলে বাম্পি পালের কাছ থেকে তার ধার দেওয়া ১৫,০০০ টাকা চায় তাপস। সেই সময়ই বাম্পি পালের গলায় দড়ি পেঁচিয়ে মেরে ফেলে তাকে তাপস। 

Advertisement

অ্যাডভেঞ্চারের লক্ষ্যেই সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন মার্কিন পর্যটক

গত ৩০ নভেম্বর মালদহের বাড়ি থেকে তাপস হালদারকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement