উলুবেড়িয়া (পূর্ব) বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দু'বার জয়ী হয়েছিলেন তিনি।
কলকাতা: প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সাফউয়ি। বার্ধক্যজনিত অসুখে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। উলুবেড়িয়া (পূর্ব) বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে মোট দু'বার জয়ী হয়েছিলেন তিনি। ২০১১ সালে এবং ২০১৮ সালে। ২৩ জুন, ২০১৬ সাল থেকে বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে কাজ করছেন তিনি।
এনআরসি তালিকায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শচীন পাইলট না অশোক গেহলৌত? কে হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী? উত্তেজনা তা নিয়ে
তিনি টুইটারে লেখেন, "হায়দার আজিজ সাফউয়ি'র প্রয়াণের খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। তিনি আমাদের থেকে বয়সে বড় ছিলেন এবং সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারের সদস্যদের আমার তরফ থেকে গভীর শোকবার্তা জানাই"।