This Article is From Feb 05, 2019

এনআরসি'র প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে কেন্দ্র, তোপ সুপ্রিম কোর্টের

মঙ্গলবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তালিকা তৈরির প্রক্রিয়া কোনওভাবেই লোকসভা নির্বাচনের জন্য বন্ধ রাখা যাবে না।

এনআরসি'র প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে কেন্দ্র, তোপ সুপ্রিম কোর্টের

অসমের এনআরসি'র তালিকা প্রকাশ নিয়ে দেরি করা যাবে না, জানাল শীর্ষ আদালত।

নিউ দিল্লি:

মঙ্গলবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তালিকা তৈরির প্রক্রিয়া কোনওভাবেই লোকসভা নির্বাচনের জন্য বন্ধ রাখা যাবে না। কেন্দ্রীয় সরকার এই প্রক্রিয়াটি আপাতত বেশ কয়েকদিনের জন্য বন্ধ রাখতে চেয়েছিল। কিন্তু তাতে বিন্দুমাত্র রাজি নয় দেশের শীর্ষ আদালত। আদালত এই কথাও স্পষ্ট জানাল, মতিগতি দেখে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের এই প্রক্রিয়াটি চালানোর যেন ইচ্ছাই নেই! প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “অসমের এনআরসি তালিকা তৈরির প্রক্রিয়ায় বিলম্ব করার জন্য যতরকমভাবে সম্ভব অজুহাত নিয়ে হাজির হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এনআরসি গোটা প্রক্রিয়াটিকেই ধ্বংস করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক। আমরা কি এবার স্বরাষ্ট্রসচিবকে ডাকব”? 

এনআরসি'র চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য এর আগেই জুলাই পর্যন্ত মেয়াদ বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। যার মাধ্যমে অসমে বসবাসকারী ‘সঠিক' ভারতীয় নাগরিক ও বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করা মানুষদের আলাদা করা যাবে। এনআরসি'র প্রাথমিক তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয় ৪০ লক্ষ মানুষের নাম। যা নিয়ে শুরু হয়ে গিয়েছিল দেশজোড়া বিতর্ক। বিতর্কের আঁচ পড়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও। গত মাসেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ২০১৯ সালের ৩১ জুলাই-এর মধ্যেই প্রকাশ করতে হবে এনআরসি'র চূড়ান্ত তালিকা। কোনওরকম গড়িমসি আর মেনে নেওয়া হবে না।

সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের ফলেই শুরু হয়েছে সমস্যা। তার কারণ, আগামী মে মাসে হবে লোকসভা নির্বাচন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি অফিসার অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, এনআরসি'র কাজের জন্য যে ১৬৭ কোম্পানি আধাসামরিক বাহিনী নিয়োগ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, লোকসভা নির্বাচনের কারণে সেই বাহিনীকে তুলে নিতে হবে। যার ফলে, ওই সময় এনআরসি প্রক্রিয়া জারি থাকলে জাতীয় নিরাপত্তা নিয়ে সংশয় হতে পারে।

তাতে কান না দিয়ে রঞ্জন গগৈ জানিয়ে দেন, আমরা অত্যন্ত হতাশ। এমনভাবে ব্যাপারটা চলতে পারে না। এনআরসি'র চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ৩১ জুলাই-এর পর আর একদিনও সময় দেওয়া হবে না আপনাদের।

.