This Article is From Nov 24, 2018

মঙ্গলের মাটির নতুন ছবি পাঠাল ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস

ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস মার্শিয়ান ল্যান্ডস্কেপের একটি অংশের ছবি তুলে আনল।

মঙ্গলের মাটির নতুন ছবি পাঠাল ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস

পাথুরে নীল ফসি'র ভূমির ছবি।

প্যারিস:

ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস মার্শিয়ান ল্যান্ডস্কেপের একটি অংশের ছবি তুলে আনল। এই মার্শিয়ান ল্যান্ডস্কেপ, যা আসলে মঙ্গলেরই ভুমির এক অংশ, তা হল উত্তর এবং দক্ষিণ গোলার্ধের সীমান্তের একটি অংশ যা পাথুরে এবং এবড়োখেবড়ো। এই মার্শিয়ান ল্যান্ডস্কেপের সাহায্যেই মঙ্গল গ্রহে ফ্লাড প্লেইনস তৈরি হয়েছিল একসময়। এই উত্তর ও দক্ষিণ গোলার্ধের ঠিক সীমান্তের পাথুরে অঞ্চলটিকে নীল ফসি সাইট হিসেবেও ডাকা হয়। এই ফ্লাড প্লেইনসই এক ব্যাপক ইঙ্গিতবাহী বাঁক এই বিশেষ বিতর্কটিতে যে, মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কি না। তবে এর ফলে একটা ব্যাপার সহজে মালুম হতে পারে যে, বাতাস, জল, এবং বরফের এই লাল গ্রহের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে চলে যাওয়ার চিহ্নগুলি কী কী। 

এই মুহূর্তে মঙ্গলের এক বড় পরিচয় হল এটি অতীব শুকনো এবং রুক্ষ এক গ্রহ। কিন্তু বিভিন্ন ক্ষয়ের ফলে যে ফ্লাড প্লেইনসের মতো ভূমির নির্দিষ্ট আকার তৈরি হচ্ছে নীল ফসি সাইটে তাকে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে করছে নীল ফসি সাইট।

.