This Article is From Oct 30, 2018

ময়দান থেকে সরে যাচ্ছে কলকাতা বাজিমেলা

1995 সাল থেকে যেখানে বাজি মেলা হয়ে চলেছে, সেই কলকাতা ময়দানে এবার বাজি বিক্রি করার অনুমতি দিচ্ছে না সেনাবাহিনী।

ময়দান থেকে সরে যাচ্ছে কলকাতা বাজিমেলা

গত বছর প্রত্যেক স্টলই প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছ'লক্ষ টাকার ব্যবসা করেছিল

কলকাতা:

আর মাত্র কয়েকটা দিন। তারপরই কালিপুজো এবং দিওয়ালি। কিন্তু, বাজি ব্যবসায়ীদের কপালে গভীর চিন্তার ভাঁজ। 1995 সাল থেকে যেখানে বাজি মেলা হয়ে চলেছে, সেই কলকাতা ময়দানে এবার বাজি বিক্রি করার অনুমতি দিচ্ছে না সেনাবাহিনী। শহরের হৃদয় এই ময়দান। যার পুরোটাই আসলে সেনাবাহিনীর অধীনে। মেলাটি শুরু হওয়ার কথা আগামী পয়লা নভেম্বর থেকে।

কালিপুজো ও দিওয়ালি পড়ছে যথাক্রমে  6 ও  7 নভেম্বর। "আমরা দক্ষিণ কলকাতায় একটি বিকল্প মাঠ খোঁজার প্রচেষ্টায় আছি এখন। আপাতত সেনাবাহিনীর চিঠির জন্য অপেক্ষা করছি আমরা", সোমবার বড়বাজার বাজি ব্যবসায়ী সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন মাইতি এই কথা বলেন। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার সঙ্গেও এই নিয়ে কথাবার্তা চলছে বলে জানান তিনি সংবাদসংস্থা পিটিআইকে। 

যদিও, এখনও পর্যন্ত এই বিষয়ে সেনা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

গত বছরই এই মেলায় স্টলের সংখ্যা কমে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে। কয়েকবছর আগেও যেখানে দেড়শোর ওপর স্টল বসত, সেখানে গত বছর স্টল বসেছিল চুয়াল্লিশটার কিছু বেশি। 

চিত্তরঞ্জন মাইতি জানান, গত বছর প্রত্যেক স্টলই প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছ'লক্ষ টাকার ব্যবসা করেছিল।

শহরে আরও দুটি বাজি মেলা শুরু হবে আগামী পয়লা নভেম্বর থেকে। বেহালা ও টালায়।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.