This Article is From Mar 29, 2019

শুরু হল কলকাতা ও ঢাকার মধ্যে প্রথম ক্রুজ চলাচল

কলকাতা ও ঢাকার মধ্যে প্রথম ক্রুজটি আজই শহরের একটি বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেল।

শুরু হল কলকাতা ও ঢাকার মধ্যে প্রথম ক্রুজ চলাচল

এই বিশেষ ক্রুজটি হুগলি, পদ্মা ও ব্রহ্মপুত্র নদী ধরে এগোবে। (ছবি প্রতীকী)

কলকাতা:

কলকাতা ও ঢাকার মধ্যে প্রথম ক্রুজটি আজই শহরের একটি বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেল। এক্সোটিক হেরিটেজ গ্রুপের ‘আরভি বেঙ্গল গঙ্গা' নামের ওই ক্রুজটি শুক্রবার সকালে ১৯ জন যাত্রী নিয়ে ১০ দিনের এই সফরের উদ্দেশে রওনা দিল বলে সংবাদসংস্থা পিটিআইকে জানান সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিনীত অরোরা। ভারত ও বাংলাদেশের মধ্যে যে ১৫৩০ কিলোমিটারের প্রোটোকল রুট রয়েছে, তা ধরেই এগোবে এই ক্রুজটি। দুই দেশের মধ্যে জলপথ সংক্রান্ত যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেই চুক্তি মেনেই এই প্রোটোকল রুটটি ঠিক করা হয়েছে। যা ধরে এগিয়ে যাবে ‘আরভি বেঙ্গল গঙ্গা'।

বর্তমানে, ভারত ও বাংলাদেশের মধ্যের জলপথটি কেবল পণ্য পরিবহণের জন্য ব্যবহার করা হয়। এই বিশেষ ক্রুজটি হুগলি, পদ্মা ও ব্রহ্মপুত্র নদী ধরে এগোবে।

তিনদিন বাদে, অর্থাৎ, ৩১ মার্চ, ভারতের হেমনগরে অভিবাসন সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় সরকারি সইসাবুদের পর ক্রুজটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যাবে বলে জানা গিয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.