This Article is From Jan 12, 2019

কুম্ভমেলায় এই প্রথমবার থাকছে রূপান্তরকামীদের 'কিন্নর আখড়া'

কুম্ভমেলার দীর্ঘ কয়েক হাজার বছরের ইতিহাসে এই প্রথমবার মেলা চত্বরে বসতে চলেছে 'কিন্নর আখড়া'। যে আখড়ার প্রধান পুরোহিত এই ঘটনাটিকে 'যুগান্তকারী' বলে অ্যাখা দিয়েছেন।

কুম্ভমেলায় এই প্রথমবার থাকছে রূপান্তরকামীদের 'কিন্নর আখড়া'

সমাজ তাঁদের ক্রমশ গ্রহণ করতে শিখছে, এমনটাই মনে করছে রূপান্তরকামীরা

প্রয়াগরাজ:

কুম্ভমেলার দীর্ঘ কয়েক হাজার বছরের ইতিহাসে এই প্রথমবার মেলা চত্বরে বসতে চলেছে 'কিন্নর আখড়া'। যে আখড়ার প্রধান পুরোহিত এই ঘটনাটিকে 'যুগান্তকারী' বলে অ্যাখা দিয়েছেন। ওই আখড়ার সদস্য লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী এই আখড়া সম্বন্ধে  প্রাথমিকভাবে বললেন মাত্র পাঁচটি শব্দ। যা, প্রকৃতঅর্থেই অমোঘ। তা হল, যৌন পরিচয়ের ঊর্ধ্বে এই আখড়া। তিনি তারপর বলেন, "সমাজ যে আমাদের গ্রহণ করে নিচ্ছে ক্রমশ, এই ঘটনাই তার একটি বড় প্রমাণ। আমাদের স্রষ্টা আমাদের অন্তঃস্থলেই বিরাজ করছেন। আমরা মৃত্যুর পর তাঁর কাছেই চলে যাব। আমাদের দরজা সকলের জন্য খোলা"।

কলকাতা ও দিল্লি থেকে এলাহাবাদে কুম্ভমেলা উপলক্ষে নতুন বিমান চালাবে এয়ার ইন্ডিয়া

যদিও, এতকিছুর পরেও তিনি এই কথাটিও মনে করিয়ে দিতে চান যে, যুদ্ধ এখনও সম্পূর্ণ হয়নি। তাঁর কথায়, "আমরা এখন সামাজিকভাবে আরও বেশি সামনে আসতে চাইছি। সংস্কৃতি, ধর্ম, শিল্পকলাই আমাদের সেই সামনে এগিয়ে আসার জরুরি মাধ্যম। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে চাই"।

কুম্ভ 2019: মকর সংক্রান্তি থেকে মহা শিবরাত্রি পর্যন্ত, কুম্ভ মেলার স্নানের তিথি

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে কুম্ভমেলা চলবে ৪ মার্চ পর্যন্ত।

p9lah2s

 

.