Read in English
This Article is From Jan 05, 2019

ফিরে এল শচীন, দুশ্চিন্তা কাটল বন দফতরের

শচীনকে খোঁজার জন্য বন দফতর ড্রোন থেকে শুরু করে প্রশিক্ষিত হাতি পর্যন্ত সবকিছুকেই কাজে লাগিয়েছিল।

Advertisement
অল ইন্ডিয়া

শুক্রবার মধ্যরাতে খাঁচায় ফিরে আসে শচীন।

কলকাতা:

উত্তরবঙ্গের সাফারি পার্ক থেকে নববর্ষের দিন পালিয়ে গিয়েছিল চিতাবাঘ শচীন। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর খুঁজে পাওয়া গেল তাকে। শচীনকে খোঁজার জন্য বন দফতর ড্রোন থেকে শুরু করে প্রশিক্ষিত হাতি পর্যন্ত সবকিছুকেই কাজে লাগিয়েছিল। এছাড়া, শিকারের টোপও দেওয়া হয়েছিল। শেষমেশ চার বছর বয়সী শচীন শুক্রবার রাতে ফিরে এল তার নিজের জায়গায়। চিতাবাঘটি বেরিয়ে যাওয়ার পর আশেপাশের গ্রামবাসীদের মনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, স্তিমিত হয়ে গেল তাও। 

সংবাদসংস্থা এএফপি'কে ওই চিড়িয়াখানার অধিকর্তা বিনোদ কুমার যারদ জানান, চিতাবাঘটি ছোট থেকেই বন্দিদশায় বেড়ে উঠেছে বলে নিজে থেকে শিকার খুঁজে নিতেও অক্ষম সে। 

তিনি বলেন, "আমরা ওর খাঁচার সামনে অনেকটা মাংস রেখে দিয়েছিলাম। খাঁচাটা খোলা ছিল। শুক্রবার রাতে ক্ষুধার্ত ও অবসন্ন অবস্থায় ও এসে খাঁচায় ঢুকে যায়"। 

Advertisement

আপাতত চিতাবাঘটির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

 

Advertisement

 

 

Advertisement