This Article is From Mar 16, 2019

নিউজিল্যান্ড মসজিদে হামলা, আদালতে তোলার সময় হেসেই গেল মূল অভিযুক্ত

নিউজিল্যান্ড হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, শুনানির সময় তার ছবি তুলছিলেন যখন সংবাদমাধ্যমের কর্মীরা, তখন নির্বিকারভাবে তাদের দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল সে।

নিউজিল্যান্ড মসজিদে হামলা, আদালতে তোলার সময় হেসেই গেল মূল অভিযুক্ত

ব্রেন্টন হ্যারিসন টারান্ট চুপ করে দর্শকাসনে বসে থাকা মিডিয়া কর্মীদের দিকে চেয়ে ছিল।

ক্রাইস্টচার্চ:

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি চালানোর দায়ে অভিযুক্ত তিনি। যে হামলার চোটে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। আহত হয়েছেন কুড়ি জনেরও বেশি। ঘটনার মূল অভিযোগ যার নামে এই ২৮ বছর বয়সী ব্যক্তিকে আদালতে তোলা হল গুলি চালানোর পরেরদিন। ব্রেন্টন হ্যারিসন টারান্ট নামের ওই অস্ট্রেলিয় নাগরিককে আগামী ৫ এপ্রিল আদালতে পরবর্তী হাজিরা দেওয়ার আগে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হল। জেল হেফাজতের সাদা পোশাক ও হাতকড়া পরে খালি পায়ে থাকা টারান্ট কোনও কথাই বলছিল না। বরং, শুনানির সময় তাকে দেখে মনে হচ্ছিল, তার মধ্যে কোনও অনুশোচনার লেশমাত্র নেই। এমনটাই জানায় প্রত্যক্ষদর্শীরা।

নিউজিল্যান্ড হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, শুনানির সময় তার ছবি তুলছিলেন যখন সংবাদমাধ্যমের কর্মীরা, তখন নির্বিকারভাবে তাদের দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল সে।

আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের মসজিদে হামলা, নিখোঁজ ৯ জন ভারতীয় বংশোদ্ভূত

গোটা শুনানির সময়টা জুড়েই নিজের ঠোঁটের ওপরের অংশ কেটে ফেলা ব্রেন্টন হ্যারিসন টারান্ট চুপ করে দর্শকাসনে বসে থাকা মিডিয়া কর্মীদের দিকে চেয়ে ছিল।

পুলিশ জানিয়েছে, যে আইনজীবী তার হয়ে মামলাটি লড়ছেন, তিনি জামিন বা অভিযুক্তের নাম ধামাচাপা দেওয়ানোর কোনও চেষ্টাই করেননি।

এই হামলার ঘটনায় ৯ জন ভারতীয় বংশোদ্ভূত নিখোঁজ বলেও জানিয়েছে ভারতীয় দূতাবাস। এখনও পর্যন্ত ২ জন ভারতীয় মারা গিয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন আরও ১ জন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্দার্ন এই হামলার ঘটনাকে ‘জঘন্যতম' বলে অভিহিত করেছেন। সার্বিকভাবে দেশের নিরাপত্তাকে বাড়িয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।       

.