Read in English
This Article is From Dec 12, 2019

পুতুল পুতুল পুলিশ! দিব্য সামলাচ্ছে ট্রাফিক

রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে মানুষ সমান ম্যানিকুইন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

পুলিশের সাজে

বেঙ্গালুুরু আর কলকাতা, একদম ভিন্ন ধাঁচের দুই শহর। মিল একটি জায়গায়। সেটি ট্রাফিকের সমস্যা। কলকাতা শহরের মতোই নিত্যদিন এখানকার যাত্রীরা ফাঁসেন যানজটে। সেই সমস্যা কমাতে নয়া পদক্ষেপ করেছে বেঙ্গালুুরুর প্রশাসন। রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে মানুষ সমান ম্যানিকুইন। যাতে দূর থেকে সত্যিকারের ট্রাফিক পুলিশ ভেবে আইন মেনে গাড়ি চালান চালকেরা।পোশাকেও কোনও খুঁত রাখা হয়নি এদের। পুলিশের মতো ভেস্ট, মাথায় টুপি পায়ে জুতো। সম্প্রতি, এরকম দুই পুতুল পুতুল পুলিশের ছবি পোস্ট করেছেন বেঙ্গালুরুর এক ট্রাফিক পুলিশ। ক্যাপশনে লিখেছেন, এদের দেখা যাবে মধু জাংশনে। 

Viral Pics: পাওয়ের পুর গুলাব জামুন! মুখে পুরবেন?

শহরের অন্য বাসিন্দারাও ম্যানিক্যুইনের ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন এই উদ্যোগের।

Advertisement

এই প্রসঙ্গে যুগ্ম কমিশনার (ট্রাফিক) ডা. বিআর রবিকান্ত গৌড়া জানিয়েছেন, যাঁরা নিয়ম ভেঙে অভ্যস্ত তাঁদের ঠিক পথে ফিরিয়ে এনেছে এই ম্যানিক্যুইন। সবাই তো এদের সঙ্গে দিব্য সেলফিও তুলছে।

Advertisement

রবিকান্ত আরও জানিয়েছেন, ট্রাফিক প্রশাসন এই ম্যানিক্যুইনের সঙ্গে ক্যামেরা লাগানোরও কথা ভাবছে। তাহলে আইন ভঙ্গকারীদের চিনতে আরও সুবিধে হবে।

Advertisement