Read in English
This Article is From Jan 12, 2019

বিরোধীরা ক্ষমতায় এলে একটি 'অসহায়' সরকার পাবে দেশের মানুষ, বললেন মোদী

দিল্লিতে শনিবার বিজেপির জাতীয় কনভেনশনে নরেন্দ্র মোদী বলেন, "আমরা একটি অত্যন্ত মজবুত সরকার গঠন করতে চাই। যাতে দুর্নীতি রোধ করা যায়।"

Advertisement
অল ইন্ডিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি-বিরোধী জোটগুলিকে 'ব্যর্থ চেষ্টা' বলে তীব্র ব্যঙ্গে ভরিয়ে দিলেন।

নিউ দিল্লি:

রাজ্যস্তর এবং জাতীয়স্তরে যখন একাধিক রাজনৈতিক দল আগামী লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য জোট গঠন করছে, সেইসময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি-বিরোধী জোটগুলিকে 'ব্যর্থ চেষ্টা' বলে তীব্র ব্যঙ্গে ভরিয়ে দিলেন। তিনি বলেন, বিরোধীরা নিজেদের মধ্যে ধস্তাধস্তি করে একটি 'মজবুর' (অসহায়) সরকার গঠন করতে চলেছে। যার ভিত্তি হবে স্বজনপোষণ এবং দুর্নীতি। অন্যদিকে সার্বিক উন্নয়নের জন্য একটি মজবুত সরকার গঠন করবে বিজেপি, যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তবে। 

উত্তরপ্রদেশে ৫০-৫০ লড়াই করবে অখিলেশ-মায়াবতী, জায়গা নেই কংগ্রেসের

দিল্লিতে শনিবার বিজেপির জাতীয় কনভেনশনে নরেন্দ্র মোদী বলেন, "আমরা একটি অত্যন্ত মজবুত সরকার গঠন করতে চাই। যাতে দুর্নীতি রোধ করা যায়। এই মুহূর্তে বিভিন্ন ব্যর্থ প্রচেষ্টা দেশজুড়ে হয়ে চলেছে বিজেপি বিরোধী জোট গঠন করার জন্য। ওঁরা সকলে একজোট হয়েছেন একটি অসহায় সরকার গঠন করার লক্ষ্যে। ওঁরা এমন কোনও মজবুত সরকার গঠন করতে চান না, যার ফলে ওঁদের দোকানদারি বন্ধ হয়ে যায়। স্বজনপোষণের লক্ষ্য চরিতার্থ করার জন্য একটি অসহায় সরকার তৈরি করাই ওঁদের মূল উদ্দেশ্য"।

Advertisement
Advertisement