গুরুতর জখম হন অতিরিক্ত পুলিশ সুপার থেন্ডুপ শেরপা
জলপাইগুড়ি: পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে গেল জলপাইগুড়ির জঙ্গলে। সংঘর্ষে আহত হলেন ১২ জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপারও। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি সংবাদমাধ্যমকে জানান, অতিরিক্ত পুলিশ সুপারের চোখে পাথরের আঘাত লাগায় গুরুতর জখম হন তিনি। ঘটনাটি আজ ঘটেছে ধুপগুড়ি থানার অন্তর্গত ধুপজোরা অঞ্চলে। পাশের কোচবিহার জেলায় দলের এক বড় নেতার সভায় যোগ দিতে ওই সময় যাচ্ছিল বিজেপি সমর্থকরা।
সিলিং থেকে মাথায় এসে পড়ল কংক্রিটের চাঙড়,কলকাতা মেডিক্যাল কলেজে আহত ৪
ধুপজোরার কাছে বিজেপি সমর্থক বোঝাই বাসটি পুলিশ আটকায়। তারপরই সমর্থকরা বাস থেকে নেমে পুলিশকে লক্ষ করে পাথর ছুড়তে শুরু করে। সেই পাথরের আঘাতেই গুরুতর জখম হন অতিরিক্ত পুলিশ সুপার থেন্ডুপ শেরপা।
বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় এবার উঠে এল এক ভারতীয় সেনার নাম
তাঁকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় বিশাল সংখ্যক র্যাফ নামানো হয়েছে৷
বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ এবং তৃণমূল মিলে আটকাতে গিয়েছিল বিজেপি সমর্থকদের। তাদের 'উচিত' জবাব দিতেই পাথর ছুড়েছে তাঁর দলের কর্মীরা।