This Article is From Jul 08, 2019

বীরভূম থেকে উদ্ধার ১০০-রও বেশি বোমা, গ্রেফতার প্রায় ৪০০

সব মিলিয়ে ১১২টি বোমা, ছ’টি দেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর বুলেট পাওয়া গিয়েছে ছ’টি পুলিশ থানা এলাকায়।

বীরভূম থেকে উদ্ধার ১০০-রও বেশি বোমা, গ্রেফতার প্রায় ৪০০

শনিবার সারা রাত ধরে তল্লাশি চালিয়ে বোমা ও অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। (প্রতীকী)

হাইলাইটস

  • বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার
  • শনিবার সারা রাত ধরে তল্লাশি চালিয়ে এগুলি উদ্ধার করা হয়েছে
  • রবিবার এই কথা জানান পুলিশ সুপারিন্টেন্ডেন্ট শ্যাম সিংহ
সুরি, পশ্চিমবঙ্গ:

বীরভূমের (Birbhum) বিভিন্ন অঞ্চল থেকে মিলল বোমা (Bombs), বুলেট ও অন্যান্য অস্ত্রশস্ত্র। পুলিশ তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে সেগুলি আটক করা ছাড়াও বহু অভিযুক্তকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে ১১২টি বোমা, ছ'টি দেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর বুলেট পাওয়া গিয়েছে ছ'টি পুলিশ থানা এলাকায়। শনিবার সারা রাত ধরে তল্লাশি চালিয়ে এগুলি উদ্ধার করা হয়েছে। রবিবার এই কথা জানান পুলিশ সুপারিন্টেন্ডেন্ট শ্যাম সিংহ। গত ক'দিন ধরেই শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছিল এলাকায় গোপনে অস্ত্রশস্ত্র মোতায়েন করার ব্যাপারে। গত বৃহস্পতিবার লাভপুরে এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত বিল্ডিং আচমকাই বিস্ফোরণে ধ্বসে যায়। তার চারদিন আগে মল্লারপুর অঞ্চলে একটি ক্লাবের ভিতরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপরই পুলিশের তরফে তল্লাশি চা‌লানো হয় শনিবার। পুলিশ সবশুদ্ধ ৩৯৯ জনকে আটক করেছে বলে শ্যাম সিংহ জানিয়েছেন।

ডানা ছাঁটা হল বিধাননগরের মেয়রের! মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর বৈঠকে বাড়ছে জল্পনা

তিনি এও জানান, ৬৫ জনকে বিশেষ মাম‌লার কারণে আটক করা হয়েছে। ১০৬ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে রুজু করা মামলার কারণে। বাকিদের অগ্রিম আটক করা হয়েছে প্রতিরোধী কারণে।

অমর্ত্য সেন নিজেকে অর্থনীতিতেই সীমাবদ্ধ রাখুন: পাল্টা তোপ দাগলেন তথাগত

লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে একাধিক রাজনৈতিক প্রতিহিংসার ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এবারের নির্বাচনে তৃণমূল পেয়েছে ২২টি আসন। ২০১৪ লোকসভায় তারা পেয়েছিল ৩৪টি আসন। পাশাপাশি বিজেপি গত বারের ২টি আসন থেকে এবার উঠে এসেছে ১৮-য়।

.