রথযাত্রা করার অনুমতি না দেওয়ায় সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল গেরুয়া শিবির
নিউ দিল্লি: বাংলায় রথযাত্রা করার জন্য বিজেপির আগাম শুনানির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে তাদের রথযাত্রা করার অনুমতি না দেওয়ায় সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল গেরুয়া শিবির। বিজেপির কৌঁসুলি কে এস বোস সংবাদসংস্থা আইএএনএসকে জানান, শীতকালের ছুটির পর আদালত খোলা হলে তারপর ফের এই মামলাটি নিয়ে শুনানি শুরু হবে।
সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া পিটিশনে বিজেপি কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জানায়, "পিটিশনারদের শান্তিপূর্ণ যাত্রা করার সাংবিধানিক অধিকারের ওপর কতগুলো অনুমানের ওপর ভিত্তি করে কিছুতেই খাড়ার ঘা দেওয়া যায় না"।
১৭ ডিসেম্বর বিজেপি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দারস্থ হয়ে ২২, ২৪ ও ২৫ ডিসেম্বর রথযাত্রার জন্য আবেদন জানিয়েছিল।