This Article is From Jan 08, 2019

তৃণমূল সরকারের বিরুদ্ধে একমাস ব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করল কংগ্রেস

আইনশৃঙ্খলার অবনতি, কৃষকদের দুর্দশা এবং রাজ্যজুড়ে বেকারত্বের অন্ধকার- এই তিন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে একমাস ব্যাপী প্রতিবাদ কর্মসূচির সূচনা শুরু করল প্রদেশ কংগ্রেস।

তৃণমূল সরকারের বিরুদ্ধে একমাস ব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করল কংগ্রেস
কলকাতা:

আইনশৃঙ্খলার অবনতি, কৃষকদের দুর্দশা এবং রাজ্যজুড়ে বেকারত্বের অন্ধকার- এই তিন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে একমাস ব্যাপী প্রতিবাদ কর্মসূচির সূচনা শুরু করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর নেতৃত্বে এই সভা শুরু হয় আজ উত্তর ২৪ পরগণার বারাসাত থেকে। সভা ও মিছিল থেকে স্লোগান ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 

দিলীপ ঘোষের মন্তব্যেই পরিষ্কার, বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া আছে, বললেন সোমেন

"রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জারি রাখব। এছাড়া, যুবসমাজ যেভাবে বেকারত্বের অন্ধকারে ডুবে যাচ্ছে, আমাদের প্রতিবাদ জারি থাকবে তা নিয়েও। কৃষকদের দুর্দশা নিয়েও সরব হবো আমরা", বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

সংরক্ষণ নিয়ে কেন্দ্রের ঘোষণায় প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ প্রতিবাদ চলাকালীন পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টার অভিযোগে প্রায় এক হাজার কংগ্রেস কর্মীকে আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.