This Article is From Dec 27, 2018

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই মুড়িগঙ্গা পরিশোধনের কাজ শেষ করবে রাজ্য সরকার

সামনেই গঙ্গাসাগর মেলা। সেই মেলায় ফেরি ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে চালানো যায়, সেই লক্ষ্যে মুড়িগঙ্গা নদীর পরিশোধনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

Advertisement
অল ইন্ডিয়া

এই গোটা প্রকল্পটির জন্য খরচ ধার্য হয়েছে ১২০ কোটি টাকা।

গঙ্গাসাগর:

সামনেই গঙ্গাসাগর মেলা। সেই মেলায় ফেরি ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে চালানো যায়, সেই লক্ষ্যে মুড়িগঙ্গা নদীর পরিশোধনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এই কাজ শেষ হলে ফেরি জেটি থেকে সাগরদ্বীপে যাওয়ার সময়সীমাও অনেক কমে যাবে। প্রতি বছরের মতোই এবারেও মকর সংক্রান্তির দিন সারা দেশ তথা পৃথিবী থেকে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে আসবেন পুণ্যস্নান এবং কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য। ভাঁটার ফলে অনেকসময়ই জল কমে যাওয়ার কারণে ঘাটে পুণ্যার্থীদের অপেক্ষা করতে হয়। এই বছর থেকে সেই সমস্যায় আর পড়তে হবে না বলে জানিয়েছে সরকার।

WBJEE 2019: আজ থেকে শুরু হল ২০১৯ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল-আপ

হল্যান্ড থেকে বিশেষ যন্ত্র এনে বিজ্ঞানসম্মত উপায়ে গঙ্গা থেকে পলি সরানোর কাজ করা হবে। এই গোটা প্রকল্পটির জন্য খরচ ধার্য হয়েছে ১২০ কোটি টাকা। আগামী ৯ জানুয়ারির মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement