This Article is From Apr 23, 2020

প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলি, অভিভাবকহীন রঙ্গকর্মী কলকাতা

চলে গেলেন নাট্য দুনিয়ার অনন্য প্রতিভা ঊষা গাঙ্গুলি। বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলি, অভিভাবকহীন রঙ্গকর্মী কলকাতা

৪৪ বছরে অভিভাবকহীন রঙ্গকর্মী কলকাতা

কলকাতা:

২০ এপ্রিল ৪৪ বছরে পা দিল তাঁর সাধের রঙ্গকর্মী কলকাতা নাট্যসংস্থা (Rangakarmee theatre group)। সেই উৎসব ফুরতে না ফুরতেই লকডাউনে ইন্দ্রপতন। চলে গেলেন (passes away) নাট্য দুনিয়ার অনন্য প্রতিভা ঊষা গাঙ্গুলি (Usha Ganguly)। বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়াতেই নাট্য জগতে নেমে আসে শোকের ছায়া। ১৯৪৫-এ রাজস্থানের যোধপুরে জন্ম ঊষা দেবীর। হিন্দি তাঁর মাতৃভাষা হলেও বাংলা নাটক তাঁর অভিনয় এবং পরিচালনায় সমৃদ্ধ। ১৯৭৬-এ রঙ্গকর্মী কলকাতা নাট্য সংস্থা প্রতিষ্ঠার পাশাপাশি উষা দেবীর প্রযোজনায় মঞ্চস্থ হয় 'মহাভোজ', ‘রুদালি', ‘কোর্ট মার্শাল' এবং ‘অন্তর্যাত্রা'-র একাধিক জনপ্রিয় মতো নাটক।  

ঊষা দেবীর মৃত্যুতে সোশ্যালে শোকপ্রকাশ করেন আরেক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশ ঊষা দেবীর ওপর ডক্যু ফিল্ম বানিয়েছিলেন। তারই দ্বিতীয় পর্ব অতি সম্প্রতি ফেলবুকে পোস্ট করেন শ্রদ্ধার্ঘ্য হিসেবে। সেই ডক্যু ফিচারে অভিনেত্রী-পরিচালকের নাটকের কিছু অংশ তুলে ধরার পাশাপাশি উঠে এসেছে তাঁর রাজনৈতিক চিন্তাভাবনা। দেশের জন্য ভাবনা। একই সঙ্গে ঊষা দেবী জানান সেই ডক্যু ফিচারে, বাঙালি নাট্যপ্রেমীদের চিৎকার, দিদি বাংলা নাটক চাই....আমার বাংলা নাটক তৈরির অনুপ্রেরণা। ফিল্মে আরও বহু নাট্যকক্মী, বিদগ্ধ নাট্যমোদী জানিয়েছেন ঊষা গাঙ্গুলি সম্পর্কে।

রাজস্থানেই ছোট্ট ঊষা তামিল নিয়েছিলেন ভারতনাট্যমের। সেখানেই স্কুলের পাঠ চুকিয়ে চল আসেন কলকাতায়। ভর্তি হন শ্রী শিক্ষায়তন কলেজে। তাঁর বিষয় ছিল হিন্দি সাহিত্য। এই বিষয়েই তিনি স্নাতকোত্তর পাস করে ১৯৭০-এ যোগ দেন ভবানীপুর কলেজে, হিন্দি শিক্ষিকা হিসেবে। একই সঙ্গে সঙ্গীত কলা মন্দিরে শূদ্রক রচিত ‘‌মৃচ্ছকটিকম'‌ অবলম্বনে ‘‌মিট্টি কি গাড়ি'‌ নাটকে বসন্তসেনার অভিনয় করেন। এটিই তাঁর প্রথম মঞ্চাভিনয়।

বোনে বোনে ফোনে ফোনে বদলে দিল জীবন! সৌজন্যে সামান্য 'হিং'

বিশিষ্ট নাট্যকার-অভিনেতা তৃপ্তি মিত্র এবং মৃণাল সেনের কাছে তালিম নেওয়ার পর ঊষা দেবী ১৯৮০ সালে নিজেই নাটক পরিচালনা শুরু করেন। 'পদাতিক'-এর প্রতিষ্ঠাতা শ্যামানন্দ জালানের পরেই তিনি এ রাজ্যে হিন্দি নাটককে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিলেন। ১৯৯৮-এ সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন। ২০০৪-এ ঊষা দেবীকে বড়পর্দায় অভিনয় করতে দেখা যায় প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'রেনকোট' ছবিতে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.