বাজেট বক্তৃতা দিয়ে অধ্যক্ষর চেম্বারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল।(ছবি ফাইল)
হাইলাইটস
- রাজ্যের তৈরি বাজেট বক্তৃতাই পাঠ করলেন জগদীপ ধনখড়
- উল্লেখ করলেন অসহিষ্ণুতা, হিংসার আবহের প্রসঙ্গ
- অধ্যক্ষর চেম্বারে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল
কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন (WB Assembly Budget Session) শুরুর আগে বাজেট বক্তৃতা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor)। এই বক্তৃতার খসড়া নিয়ে রাজ্য বনাম রাজ ভবন দ্বন্দ্বের আবহেই সরকারের তৈরি করে দেওয়া খসড়া শুক্রবার পাঠ (Budget Speech) করলেন তিনি। সেই খসড়ায় উল্লেখ, "দেশব্যাপী অসহিষ্ণুতা ও হিংসার বাতাবরণ তৈরি হয়েছে।" এমনকি, খসড়ায় উল্লেখ "দেশপ্রেমের নামে যে কোনও বিরোধিতার কণ্ঠরোধ (Supressing Voice of Dissent) এখন দেশের নতুন ফ্যাশন", এই প্রসঙ্গও বক্তৃতায় পাঠ করেছেন রাজ্যপাল। এভাবে সরকারের তৈরি করে দেওয়া বাজেট বক্তৃতার খসড়া পাঠ করে নবান্ন বনাম রাজ ভবন দ্বন্দ্বকে সাময়িক ভাবে ঠাণ্ডা ঘরে পাঠালেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এদিন দাবি করেছেন বিশ্লেষকরা। যদিও গত দু'দিন ধরে রাজ্যপাল দাবি করে এসেছেন, তিনি এবারের বাজেট বক্তৃতায় ইতিহাস তৈরি করবেন! কী সেই ইতিহাস, জানতে আগ্রহী ছিলেন ওয়াকিবহাল মহল। এদিকে তৃণমূল কংগ্রেস বলছে, তর্জন-গর্জনই সার! সংবিধান মেনে উনাকে রাজ্যের তৈরি করে দেওয়া বক্তৃতাই পাঠ করতে হতো। এদিন সেটাই করলেন তিনি।
Anti-CAA: গড়িয়াহাট থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা তৃণমূল মহিলা কংগ্রেসের
জগদীপ ধনখড় ইঙ্গিত দিয়েছিলেন, বাজেট বক্তৃতার খসড়া নিয়ম মেনে রাজ্য তৈরি করতেই পারে। কিন্তু রাজ্যের সংবিধান প্রধান হিসেবে খসড়া তৈরিতে আমিও কিছু পরামর্শ দিতে পারি। তার এই ইঙ্গিতেই বেড়েছিল জল্পনা। তাহলে কি বহুবছরের প্রথা ভেঙে সাময়িক রাজ্য বনাম রাজ ভবন দ্বন্দ্বের প্রসঙ্গ বাজেট বক্তৃতায় টেনে আনবেন রাজ্যপাল? যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের তৈরি করে দেওয়া খসড়ার বাইরে নিজে থেকে রাজ্যপাল কোনও মন্তব্য করলে, সেটা রেকর্ড করা হবে না। সেই সব জল্পনা দূরে সরিয়ে রেখে প্রোটকলি মানলেন এই রাজ্যের সংবিধান প্রধান।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু রাজ্যের বাজেট অধিবেশন: রাজ্যপাল
এদিন বাজেট বক্তৃতায় রাজ্যপাল বলেন, "অত্যন্ত জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশ। সংবিধানের মৌলিক নীতি ও কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়েছে। মিথ্যা তথ্য পরিবেশনা আর দেশপ্রেমের নামে বিরোধী কণ্ঠরোধ, এখন নতুন ফ্যাশন। যারা দেশকে ধর্ম, ভাষা, জাতি ভেদে ঐক্যবদ্ধ করে রাখতে চায়, সাম্প্রতিক হিংসা, অসহিষ্ণুতা তাঁদের গ্রাস করছে।" তিনি বাজেট বক্তৃতার মধ্যে দিয়ে সাম্প্রতিক সিএএ ও এনআরসি-বিরোধী আন্দোলনে মৃতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন। এমনকি, সিএএ, এনআরসি'র মাধ্যমে মানুষে-মানুষে ভেদাভেদ রাজ্য মানবে না। এদিন বাজেট বক্তৃতায় উল্লেখ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন বিধানসভায় তৃণমূল বিধায়করা নো সিএএ, নো এনআরসি, টি-শার্ট পরে উপস্থিত হয়েছিলেন। বাজেট বক্তৃতা দিয়ে অধ্যক্ষর চেম্বারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যপাল।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)