This Article is From Jul 09, 2020

শিকারের খোঁজে আত্মগোপন করে মাউন্টেন লায়ন! দেখুন ছবিতে খুঁজে পান কিনা

ইউএসে মাউন্টেন লায়ন নানা নামে পরিচিত। কগার, পুমা কিংবা প্যান্থার

শিকারের খোঁজে আত্মগোপন করে মাউন্টেন লায়ন! দেখুন ছবিতে খুঁজে পান কিনা

দেখুন ছবিতে সেই লায়ন আপনি খুঁজে পান কিনা?

পাহাড়ে আত্মগোপন করে এক মাউন্টেন লায়ন। অপেক্ষা শিকারকে হাতের কাছে পাওয়ার  নিউ মেক্সিকোর রিও মোরা জাতীয় পার্কের এই ছবি ঘিরে এখন নেটিজেনদের মধ্যে ব্যস্ততা। ঠিক কোন জায়গায় লুকিয়ে সেই লায়ন, খুঁজতে গলদঘর্ম নেট দুনিয়া। ২০১৯-এ তোলা এই ছবিতে খাদ্য-কালকের লুকোচুরির বাস্তুতন্ত্র ধরা পড়েছিল। সেই ছবি সম্প্রতি টুইট করেছে ন্যাশনাল পার্ক। পাশাপাশি ধাঁধার জবাব পেতে নেটিজেনদের আবেদনও করেছে তাঁরা।
দেখুন সেই লায়ন আপনি খুঁজে পান কিনা:

তবে অনেক নেটিজেন হাল ছাড়লেও, একাধিক মন্তব্য করেছেন। দেখুন সেই মন্তব্য:

vmj96dngদেখুন আপনি খুঁজে পান কিনা।

ইউএসে মাউন্টেন লায়ন নানা নামে পরিচিত। কগার, পুমা কিংবা প্যান্থার।

Click for more trending news


.