Read in English
This Article is From Sep 24, 2018

প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্প প্রত্যাখান করেছে এই 5 রাজ্য

তেলাঙ্গানা, ওডিশা, দিল্লি, কেরালা ও পঞ্জাব – এই পাঁচ রাজ্য প্রত্যাখ্যান করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প।

Advertisement
অল ইন্ডিয়া Posted by (with inputs from Agencies)

আয়ুস্মান ভারত প্রকল্প প্রত্যাখানের জন্য মোদী একহাত নিলেন নবীন পটনায়ককে।

Highlights

  • রবিবার রি মেগা স্বাস্থ্য প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী
  • দিল্লিসহ চারটি রাজ্য জানাল এর থেকে উন্নত স্বাস্থ্য প্রকল্প রয়েছে তাদের
  • কেরালার অর্থমন্ত্রী টমাস আইজ্যাক এই প্রকল্পকে 'গুজব' বলে উড়িয়ে দিলেন
নিউ দিল্লি :

তেলাঙ্গানা, ওডিশা, দিল্লি, কেরালা ও পঞ্জাব – এই পাঁচ রাজ্য প্রত্যাখ্যান করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প। এই রাজ্যগুলির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না কেন্দ্র তাদের নির্দিষ্ট কিছু বিষয় কার্যকর করবে, ততক্ষণ তারাও এই প্রকল্প মানতে নারাজ। 

যদিও এই ব্যাপারটি নিয়ে কথা বলতে গিয়ে কড়া প্রতিক্রিয়াই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শনিবার ওড়িশার একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে তুলোধনা করেন তিনি। তিনি বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পের গুরুত্ব নিয়ে প্রত্যেকে ওয়াকিবহাল। কিন্তু নবীন বাবু তো সে কথা কিছুতেই বুঝতে চান না। ওড়িশা সরকারের উচিত নিজে থেকে এগিয়ে এসে এই প্রকল্পে যোগদান করা”। ওড়িশার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এই কথা বলেন মোদী।

মোদীর কথার জবাবে নবীন পটনায়ক বলেন, ওড়িশাতে অনেকদিন ধরেই রয়েছে বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা। যার আওতায় আয়ুষ্মান ভারত প্রকল্পের থেকে বেশি লোক রয়েছে শুধু নয়, এমনকি, অর্থটাও সেখানে অনেক বেশি। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে দেওয়া হবে 5 লক্ষ টাকা। বিজু স্বাস্থ্য যোজনা প্রকল্পে দেওয়া হয় 7 লক্ষ টাকা করে।

Advertisement

পৃথিবীর বৃহত্তম সরকারি স্বাস্থ্য প্রকল্প হিসেবে ডাকা হচ্ছে যাকে, সেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারেন দেশে প্রায় 50 কোটি নাগরিক। একত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ইতিমধ্যেই নিজেদের এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া অন্তত দশ কোটি পরিবারকে সাহায্য করা যাবে এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে। পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা করে দিয়ে।

 

আরও পড়ুন:  আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী, 10টি তথ্য

Advertisement
Advertisement