This Article is From Nov 06, 2018

ধর্ম নিয়ে রাজনীতি করে উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় ওরা, বিজেপিকে আক্রমণ মমতার

সোমবার দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন করতে গিয়ে বিজেপিকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন মমতা।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

এই স্কাইওয়াক তৈরি করতে মোট ব্যয়ের পরিমাণ ৬০ কোটি টাকা।

কলকাতা:

সোমবার দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন করতে গিয়ে বিজেপিকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন মমতা। তাঁর কথায়, বিজেপি সমস্ত উন্নয়নের পরিকল্পনার সঙ্গে ধর্ম নিয়ে রাজনীতিকে জুড়ে দিচ্ছে।

এই করার ফলে প্রকল্পগুলো শেষ হতেও দেরি হয়ে যাচ্ছে৷ দক্ষিণেশ্বর মন্দির ও স্টেশনের সংযোগরক্ষাকারী স্কাইওয়াকের উদ্বোধন করতে গিয়ে এই কথা বলেন মমতা।

এই স্কাইওয়াক তৈরি করতে মোট ব্যয়ের পরিমাণ ৬০ কোটি টাকা। এই স্কাইওয়াকটি রাণী রাসমণির নামাঙ্কিত। 

এই স্কাইওয়াকের ফলে যে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন মন্দিরে আসেন, তাঁদের ক্ষেত্রেও চলাচলের অনেক সুবিধা হয়ে যাবে। কংগ্রেস, সিপিএম, বিজেপি সহ রাজ্যের বিরোধী দলদের একহাত নিয়ে তিনি এই প্রসঙ্গেই বলেন, ওরা প্রকল্পের বিরোধিতা করে আর হকারদের উসকানি দিয়ে নেতিবাচক প্রভাব ফেলতেই ব্যস্ত ছিল।

Advertisement

বিজেপি সম্বন্ধে তিনি বলেন, "উন্নয়নে বাধা দেওয়া ছাড়া এবং ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি ছাড়া ওদের তো আর কোনও কাজ নেই"।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement