কেইলি জেনারের ইনস্টাগ্রাম করা ছবি।
টিভি পার্সোনালিটি, মডেল এবং মেক আপ সম্রাজ্ঞী কেইলি জেনার ইনস্টাগ্রামে নিজস্ব ফিল্টার পেলেন। কেইলি জেনারের অনুরাগীরা এবার থেকে ইনস্টাগ্রাম মারফৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা খুলে সেলফি তোলার সময় কেইলি কসমেটিকের সাতটা লিপ কিট শেড- ক্যান্ডি কে, ডলস, পোসি কে, সে নো মোর, শেডি, বয় বাই এবং গ্লিটজ- ফিল্টারের ভার্চুয়াল টেস্টের দৌলতে ব্যবহার করতে পারবেন, pagesix.com তরফে জানানো হয়েছে।
কেইলি জেনারের ইনস্টাগ্রাম ফিল্টারে এছাড়াও থাকবে নকল ল্যাশ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মুখের ছবিতে হালকা ব্লার আনা হবে।
2016 সালের ফেব্রুয়ারি মাসে কেইলি কসমেটিকস প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই এই কোম্পানি 630 মিলিয়ন ডলারের বেশি আয় করে। ফোর্বসের রিপোর্টে 20 বছরের কেইলি জেনারকে আমেরিকার কনিষ্ঠতম “সেলফ মেড” বিলিয়নেয়ারের আখ্যা দেওয়া হয়েছে।
এই কোম্পানির 100% মালিকানা কেইলির এবং ইতিমধ্যে ইউএসের সবচেয়ে ধনী সেলফ-মেড এবং কনিষ্ঠতম মহিলার তকমা তিনি পেয়েছেন। আর একবছরের গ্রোথ তাঁকে চিরকালের কনিষ্ঠতম সেলফ-মেড বিলিয়নেয়ারের তকমা এনে দেবে, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যা পেয়েছিলেন 23 বছর বয়সে।
কেইলি জেনারের সমস্ত বিউটি প্রোডাক্ট বিক্রি হয় অনলাইনে। তাই যারা কিছু কেনার আগে যাচাই করে দেখতে চান তাঁদের পক্ষে ইনটাগ্রামে এই ফিল্টার চলে আসায় তা লাভজনক হবে। সোশ্যাল মিডিয়া এ বিষয়ে অত্যন্ত উৎসাহীঃ
কয়েক দিন আগে ইনস্টাগ্রাম শিডিউলার HopperHQ জানিয়েছিলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কেইলি সম্ভবত পোস্ট পিছু 1 মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত চার্জ করেন- যা ইনস্টাগ্রাম ধনী ব্যক্তিদের তালিকায় তাঁকে শীর্ষাসনে পৌঁছে দিয়েছে।
Click for more
trending news